
বয়স চল্লিশ হতে বাকি আছে আর দুই বছর। এখনো নিজের ব্যাটের জৌলুস দেখাচ্ছেন ভারতীয় সাবেক অধিনায়ক রোহিত শর্মা। স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্বিতীয় ভারতীয় হিসেবে ১২ হাজার রান মাইলফলক ছুঁয়েছেন তিনি।
আইপিএলে বুধবার রাতে সানরাইজার্স হায়াদারাবাদের বিপক্ষে ৪৬ বলে ৭০ রানের ইনিংস খেলে এই কীর্তি গড়েন মুম্বাই ইন্ডিয়ান্সের ৩৭ বছরের ওপেনিং ব্যাটসম্যান। এর আগে বিরাট কোহলি এই মাইলফলক ছুঁয়েছেন প্রথম ভারতীয় হিসেবে।
হায়দরাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে এদিন ১৪৪ রানের লক্ষ্য তাড়ায় ৪৬ বলে ৭০ রানের ইনিংসে তিনটি ছক্কা ও আটটি চার মারেন রোহিত। মুম্বাইও ২৬ বল হাতে রেখে টানা চতুর্থ জয় পায় ৭ উইকেটে। চেন্নাইয়ের সঙ্গে যৌথভাবে রেকর্ড পাঁচবারের শিরোপাজয়ীরা এখন ৯ খেলায় ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে।
আরও পড়ুন:
» ১২ বছর আগে আজকের দিনে ইতিহাস গড়েছিলেন লেভানডোভস্কি
» বিদেশি ফুটবলারদের অন্তর্ভুক্তি নিয়ে ইতিবাচক বার্তা বাফুফের
আগের ম্যাচে চেন্নাইয়ের বিপক্ষে রান তাড়ায় ৪৫ বলে ৭৬ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন রোহিত। ২০১৬ আসরের পর এই প্রথম আইপিএলে টানা দুই ম্যাচে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলতে পারলেন ৩৭ বছরের ব্যাটসম্যান।

টি-টোয়েন্টিতে দ্বিতীয় ভারতীয় হিসেবে ১২ হাজার রান মাইলফলক ছুঁয়েছেন রোহিত
হায়দরাবাদের বিপক্ষে ইনিংসটির পথে দ্বিতীয় ভারতীয় ও বিশ্বের অষ্টম ক্রিকেটার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ১২ হাজার বা তার বেশি রানের কীর্তি গড়লেন রোহিত। ভারতের প্রথম জন কোহলি। ৪৪৩ ইনিংসে রোহিতের রান এখন ১২ হাজার ৫৮।
৮টি সেঞ্চুরির সঙ্গে ফিফটি তার ৮০টি। মুম্বাইয়ের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড অনেক আগে থেকেই রোহিতের। এদিন দলটির হয়ে সবচেয়ে বেশি ২৬০ ছক্কার রেকর্ডও নিজের করে নেন। ছাড়িয়ে যান কাইরন পোলার্ডের ২৫৮ ছক্কা।
ক্রিফোস্পোর্টস/২৪এপ্রিল২৫/এজে
