Connect with us
ক্রিকেট

৩ বছর পর কেন টেস্ট দলে বিজয়– জানালেন প্রধান নির্বাচক

Anamul Haque Bijoy
এনামুল হক বিজয়। ছবি- সংগৃহীত

দীর্ঘদিন ধরেই জাতীয় দলে অনিয়মিত এনামুল হক বিজয়। কখনো কখনো ডাক পেলেও এক সিরিজ পরেই আবার ছিটকে গেছেন দল থেকে। বাংলাদেশের জার্সিতে সবশেষ খেলেছিলেন গত বছরের মার্চে শ্রীলঙ্কা সিরিজে। সেটি ছিল ওয়ানডে ফরম্যাটে। এবার টেস্ট দিয়ে জাতীয় দলে ফিরছেন ৩২ বছর বয়সী এই ওপেনার।

চলমান জিম্বাবুয়ে সিরিজের দ্বিতীয় ম্যাচের স্কোয়াডে ডাক পেয়েছেন বিজয়। ৩ বছর পর বাংলাদেশের টেস্ট দলে ডাক পেয়েছেন তিনি। সর্বশেষ ২০২২ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলেছিলেন তিনি। তবে সেটাও ছিল ৮ বছর পর। ২০১৪ সালের পর লম্বা সময় টেস্ট দলের বাইরে ছিলেন তিনি। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ম্যাচ খেলেই পুনরায় বাদ পড়েন এই ওপেনার।

মূলত ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে ভালো করেই জাতীয় দলে জায়গা করে নিতেন বিজয়। তবে জাতীয় দলের জার্সিতে বার বার ব্যর্থ হওয়ায় জায়গা পাকাপোক্ত করতে পারেননি তিনি। এবারও ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করে নির্বাচকদের নজর কেড়েছেন বিজয়। তাছাড়া জাতীয় দলের ওপেনাররা একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারছেন না। যে কারণে হয়ত ৩২ বছর বয়সী অভিজ্ঞ বিজয়কে বাজিয়ে দেখতে চাইছেন নির্বাচকরা।

আরও পড়ুন:

» বুড়ো বয়সেও ভেলকি দেখাচ্ছেন রোহিত, গড়লেন নতুন রেকর্ড

» বিদেশি ফুটবলারদের অন্তর্ভুক্তি নিয়ে ইতিবাচক বার্তা বাফুফের 

বৃহস্পতিবার দেশের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘আমার মনে হয় ওপেনিং ব্যাটারদের যথেষ্ট সুযোগ দেয়া হয়েছে। তাদের আউটের ধরণ দেখলেই বুঝবেন। বিজয় এখন বেশ ভালো ছন্দে আছে। তাকে দলে নেওয়ার জন্য এটাই উপযুক্ত সময়। এই সুযোগটা তার প্রাপ্য।’

চলতি ডিপিএলে দুর্দান্ত খেলেছেন বিজয়। এখন পর্যন্ত ৭৯.৪৫ গড়ে ৮৭৪ রান করেছেন এই ডানহাতি ওপেনার। সেইসঙ্গে সমান ৪টি করে অর্ধশতক ও শতক রয়েছে এই ব্যাটারের। বিজয়ের পরিবর্তে দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়েছেন ওপেনার জাকির হাসান। প্রথম টেস্টের একাদশে রাখা হয়নি তাকে।

টেস্ট সিরিজে ইতোমধ্যে ১-০ ব্যবধানে এগিয়ে জিম্বাবুয়ে। সিরিজের সমতা ফেরাতে আগামী ২৮ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ) দ্বিতীয় টেস্টে রোডেশিয়ানদের মুখোমুখি হবে টাইগাররা।

ক্রিফোস্পোর্টস/২৪এপ্রিল২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট