Connect with us
ক্রিকেট

ভিন্ন পরিচয়ে আইপিএলে খেলতে চান পাকিস্তানি ক্রিকেটার

Pakistani cricketer wants to play in IPL under a different identity
যুক্তরাজ্যের নাগরিকত্ব নিয়ে আইপিএলে খেলতে চান আমির। ছবি- সংগৃহীত

আইপিএলের প্রথম আসর মাঠে গড়ায় ২০০৮ সালে। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগের প্রথম আসরে খেলেছিলেন ডজনখানেক পাকিস্তানি তারকারা। তবে প্রথম আসরের পর থেকেই আইপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের অংশগ্রহণ নিষিদ্ধ করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তাই গত দেড় যুগ ধরে আইপিএলে দেখা যায়নি কোনো পাকিস্তানি ক্রিকেটারদের।

আইপিএলে পাকিস্তানি ক্রিকেটাররা নিষিদ্ধ হলেও ভিন্ন এক পরিচয়ে এই ফ্রাঞ্চাইজি লিগে খেলার স্বপ্ন দেখছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। এমনকি আইপিএল এবং পিএসএল একই সময়ে হলে পিএসএল বাদ দিয়ে আইপিএলকে বেছে নেবেন বলে জানিয়েছেন এই তারকা পেসার।

যুক্তরাজ্যের নাগরিক পরিচয়ে আইপিএলে খেলতে চান আমির। তার স্ত্রী যুক্তরাজ্যের নাগরিক হওয়ায় দেশটির পাসপোর্ট পাওয়ার আশায় আছেন এই বাঁহাতি পেসার। তার আশা আগামী বছরের আগেই যুক্তরাষ্ট্রের পাসপোর্ট পেয়ে যাবেন তিনি। আর সেটা হয়ে গেলে পরের আইপিএলে নাম লেখাবেন এই তারকা।

আরও পড়ুন:

» পিএসএল খেলতে পাকিস্তান যাচ্ছেন নাহিদ রানা!

» ৩ বছর পর কেন টেস্ট দলে বিজয়– জানালেন প্রধান নির্বাচক 

সম্প্রতি জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে আমির বলেন, ‘সত্যি বলতে, আমি যদি কখনো আইপিএলে খেলার সুযোগ পাই তাহলে অবশ্যই খেলব। আমি এটা প্রকাশ্যেই বলছি। কিন্তু সুযোগ না পেলে পিএসএলে খেলব। আগামী বছরের মধ্যে আমার আইপিএলে খেলার সুযোগ হতে পারে। আর যদি সুযোগ পাই, তাহলে কেন নয়?’

২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে ভিন্ন ভিন্ন ফ্রাঞ্চাইজিতে ১২ জন পাকিস্তানি ক্রিকেটার খেলেছিলেন। এই তালিকায় আছেন শোয়েব আখতার, শহীদ আফ্রিদি, সালমান বাট, মোহাম্মদ আসিফ, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, মিসবাহ উল হকের মতো তারকা ক্রিকেটাররা। তবে এবার কি ভিন্ন পরিচয়ে আইপিএলে নাম লেখাতে পারবেন আমির? সময়ই বলে দেবে সে উত্তর।

ক্রিফোস্পোর্টস/২৪এপ্রিল২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট