
ছয় ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফর করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। চলতি বছর এটাই টাইগার যুবাদের প্রথম দ্বিপাক্ষিক সিরিজ। আগামী শনিবার (২৬ এপ্রিল) থেকে মাঠে গড়াবে এই সিরিজ।
এর আগে গত ডিসেম্বরে এশিয়া কাপে খেলেছিল বাংলাদেশ যুবদল। দুবাইয়ে এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলেছিল টাইগার যুবারা। এরপর ঘরোয়া ক্রিকেটে বিভিন্ন টুর্নামেন্ট নিয়ে ব্যস্ত ছিলেন আজিজুল হক তামিমরা।
যথারীতি এই সিরিজেও দলের নেতৃত্বে থাকছেন আজিজুল। এই সিরিজ খেলতে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেননি যুব এশিয়া কাপজয়ী এই অধিনায়ক। এছাড়া সহ-অধিনায়ক হিসেবে আছেন মারকুটে ওপেনার জাওয়াদ আবরার। এই সফরের প্রস্তুতির জন্য রাজশাহীতে দুই সপ্তাহের ক্যাম্প করেছিলেন যুবারা। এরপর গত ২১ এপ্রিল শ্রীলঙ্কার উদ্দেশ্যে উড়াল দিয়েছিলেন লাল-সবুজের প্রতিনিধিরা।

শ্রীলঙ্কায় অনুশীলনে ব্যস্ত যুবা ক্রিকেটাররা। ছবি- এসএলসি
আরও পড়ুন:
» ভিন্ন পরিচয়ে আইপিএলে খেলতে চান পাকিস্তানি ক্রিকেটার
» মে মাসে বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা, একনজরে ম্যাচসূচি
আগামী শনিবার (২৬ এপ্রিল) মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। একদিন বিরতি দিয়ে ২৮ এপ্রিল মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। এরপর ১, ৩, ৬ ও ৮ মে সিরিজের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
একনজরে বাংলাদেশ-শ্রীলঙ্কা যুব সিরিজের সময়সূচি:
তারিখ | ম্যাচ |
২৬ এপ্রিল | প্রথম ওয়ানডে |
২৮ এপ্রিল | দ্বিতীয় ওয়ানডে |
১ মে | তৃতীয় ওয়ানডে |
৩ মে | চতুর্থ ওয়ানডে |
৬ মে | পঞ্চম ওয়ানডে |
৮ মে | ষষ্ঠ ওয়ানডে |
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াড: আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার, সামিউন বাশির রাতুল, দেবাশীষ সরকার দেবা, আল ফাহাদ, রিজান হোসেন, ইকবাল হোসেন ইমন, রাফি উজ জামান রাফি, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী অ্যালিন, সাদ ইসলাম রাজিন, সানজিদ মজুমদার, শাহরিয়ার আহমেদ, মোহাম্মদ আব্দুল্লাহ এবং ফারহান শাহরিয়ার।
স্ট্যান্ডবাই: ইয়াসির আরাফাত, রিফাত বেগ, মেহরাব হোসেন সিসান, ফারজান আহমেদ আলিফ এবং শাহরিয়ার আল আমিন।
ক্রিফোস্পোর্টস/২৪এপ্রিল২৫/বিটি
