Connect with us
ক্রিকেট

মে-জুনে ১০ টি-টোয়েন্টি খেলবেন শান্ত-রিশাদরা

Bangladesh to play 10 t20s in may-june
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি- সংগৃহীত

আগামী বছরের ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে চলতি বছর অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। সবশেষ এশিয়া কাপ ওয়ানডে ফরম্যাটে আয়োজিত হলেও আগামী বিশ্বকাপ টি-টোয়েন্টি ফরম্যাটে হওয়ায় এবার এশিয়া কাপও হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। এই দুটি ইভেন্টকে সামনে রেখে টি-টোয়েন্টি ক্রিকেটের দিকে বেশি মনোযোগ দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী মে-জুনেই ১০ টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে টাইগারদের।

আগামী দুই মাসে পাকিস্তানের বিপক্ষেই ৮টি টি-টোয়েন্টি খেলতে যাচ্ছে বাংলাদেশ। আইসিসির ভবিষ্যৎ সফরসূচির (এফটিপি) অংশ হিসেবে আগামী মে মাসে সাদা বলের সিরিজ খেলতে পাকিস্তান সফর করবে বাংলাদেশ। আসন্ন এই সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল। তবে ওয়ানডের পরিবর্তে মোট পাঁচটি টি-টোয়েন্টি খেলার সিদ্ধান্ত নিয়েছে দুই বোর্ড।

এরপর জুনে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। এই সিরিজে তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। অবশ্য এই সিরিজটি এফটিপির অংশ নয়। এর বাইরে আরও দুটি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে বাংলাদেশের।

আরও পড়ুন:

» বাংলাদেশ-শ্রীলঙ্কা যুব সিরিজ : একনজরে ৬ ওয়ানডের সময়সূচি

» ভিন্ন পরিচয়ে আইপিএলে খেলতে চান পাকিস্তানি ক্রিকেটার 

মে মাসে পাকিস্তান সিরিজের আগে আরব আমিরাতের সঙ্গে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ রাখার পরিকল্পনা করছে বিসিবি। ইতোমধ্যে দুই বোর্ডের মধ্যে আলোচনা হয়েছে। এই সিরিজ নিয়ে সবুজ সংকেত মেলার সম্ভাবনাও রয়েছে। দেশের একটি অনলাইন পোর্টালকে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।

পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দেওয়ার পর আরব আমিরাতে ট্রানজিট নেয়ার কথা বাংলাদেশের। তবে সিরিজটি চূড়ান্ত হলে কিছুটা আগেভাগেই উড়াল দেবে টাইগাররা। এরপর সেখানে দুই ম্যাচে খেলে পাকিস্তানে পাড়ি জমাবেন শান্তরা। আরব আমিরাতের বিপক্ষে সিরিজ চূড়ান্ত হলে ম্যাচগুলো ১৮ থেকে ২০ মে এর মধ্যে মাঠে গড়াতে পারে। এছাড়া পাকিস্তান সফরের ম্যাচগুলো ২৫ মে থেকে ৩ জুনের মধ্যে মাঠে গড়ানোর কথা রয়েছে।

ক্রিফোস্পোর্টস/২৪এপ্রিল২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট