
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে বল হাতে দুর্দান্ত সময় পার করছেন রিশাদ হোসেন। তিন ম্যাচ খেলেই শিকার করেছেন ৮ উইকেট। তবে ব্যাট হাতে এখনো জ্বলে উঠতে পারেননি এই এই তরুণ। শুরুর দুই ম্যাচে শেষদিকে নেমে বেশিক্ষণ ব্যাটিংয়ের সুযোগ না পেলেও শেষ দুই ম্যাচে লম্বা সময় ব্যাট করার সুযোগ পেয়েছিলেন তিনি। তবে দুটো ম্যাচেই ব্যর্থ হয়েছেন এই অলরাউন্ডার।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) পেশোয়ার জালমির মুখোমুখি হয়েছে লাহোর কালান্দার্স। টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে সবকটি উইকেটে হারিয়ে ১২৯ রান তুলেছে লাহোর। ব্যাট হাতে এক চার ও এক ছয়ের মারে ১৩ বলে ১৩ রান করেন রিশাদ।
এদিন ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতেই বিপর্যয়ে পড়ে লাহোর। শুরু থেকেই একের পর এক উইকেট হারিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ হারায় দলটি। ইনিংসের অষ্টম ওভারে দলীয় ৪৪ রানের মাথায় ৬ উইকেট হারায় লাহোর। ফখর জামান ১০, আসিদ আলী, ড্যারিল মিচেল ২, স্যাম বিলিংস ৯, শাহিন আফ্রিদি ১৬ রান করে ফেরেন। এছাড়া রানের খাতাই খুলতে পারেননি আবদুল্লাহ শফিক।
আরও পড়ুন:
» মে-জুনে ১০ টি-টোয়েন্টি খেলবেন শান্ত-রিশাদরা
» বাংলাদেশ-শ্রীলঙ্কা যুব সিরিজ : একনজরে ৬ ওয়ানডের সময়সূচি
৬ উইকেট পতনের পর মাঠে আসেন রিশাদ। শুরুতে কিছুটা দেখেশুনে খেলেন তিনি। এরপর হুসেইন তালাতের ওভারে ১ ছয় ও এক চার মেরে রানের খাতা সচল করেন রিশাদ। তবে পরের ওভারে আলজারি জোসেপকে উড়িয়ে মারতে গিয়ে উইকেটের পেছনে ধরা পড়েন এই ব্যাটার। ব্যাটিংয়ে নিজেকে প্রমাণের সুযোগ পেয়েও ১৩ বলে ১৩ রান করে ফেরেন এই অলরাউন্ডার।
তবে শেষদিকে সিকান্দার রাজার ৩৭ বলে ৫২ রানের ইনিংসে ভর করে ১২৯ রানের পুঁজি পায় লাহোর। এছাড়া হ্যারিস রউফের ব্যাট থেকে আসে ১০ রান। পেশোয়ারের হয়ে ৩টি উইকেট শিকার করেন আলজারি জোসেপ। এছাড়া ২টি করে উইকেট নেন লুক উড ও হুসেইন তালাত।
তবে ব্যাট হাতে না পারলেও বল হাতে পুষিয়ে দেওয়ার চেষ্টা করবেন রিশাদ। যদিও পেশোয়ারের সামনে লক্ষ্য খুবই সহজ। তবুও শাহীন-রিশাদরা মিলে যেকোনো সময় ম্যাচ ঘুরিয়ে দিতে সক্ষম। লাহোরের জার্সিতে এখন পর্যন্ত দুজন মিলে ১৪ উইকেট শিকার করেছেন।
ক্রিফোস্পোর্টস/২৪এপ্রিল২৫/বিটি
