Connect with us
অন্যান্য

আইপিএলে চেন্নাই-হায়দরাবাদ ম্যাচসহ আজকের খেলা (২৫ এপ্রিল ২৫)

Todays match 25 04
আইপিএলে আজ মুখোমুখি হবে চেন্নাই-হায়দরাবাদ

আইপিএল-পিএসএল ব্যস্ততার ভিড়ে আন্তর্জাতিক ক্রিকেটে এক রকম ছুটি চলছে। প্রতিবেশি দুই দেশের দুটি লিগের দিকেই এখন দর্শকদের নজর। আইপিএলে আজ মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও সাইরাইজার্স হায়দরাবাদ। পিএসএলে রয়েছে করাচি কিংস-কোয়াটা গ্লাডিয়েটরস ম্যাচ। ফুটবলে উয়েফা যুব লিগ ও এফসি চ্যাম্পিয়ন লিগের খেলা আছে।

চলুন এক নজরে দেখে নিই আজকের খেলার সূচি…

ক্রিকেট
আইপিএল
চেন্নাই সুপার কিংস বনাম সাইরাইজার্স হায়দরাবাদ
রাত ৮টা
সরাসরি দেখাবে স্টার স্পোর্টস ১


আরও পড়ুন

» পিএসএলে এবার ভিন্ন দিন দেখলেন রিশাদ হোসেন

» মেসিকে ভুলে গেলেন আলকারাজ, উঠল সমালোচনার ঝড়


পিএসএল
করাচি কিংস বনাম কোয়াটা গ্লাডিয়েটরস
রাত ৯টা
সরাসরি দেখাবে সনি টেন ১, ৩ ও ৫

ফুটবল
উয়েফা যুব লিগ
সালজবার্গ বনাম ট্রাবজোনস্পোর
সন্ধ্যা ৬টা
সরাসরি দেখাবে সনি টেন ২

এজেড আলকমার বনাম বার্সেলোনা
রাত ১০টা
সরাসরি দেখাবে সনি টেন ২

এফসি চ্যাম্পিয়ন লিগ
আল হিলাল বনাম গোয়াংজু
রাত সাড়ে ১০টা
সরাসরি দেখাবে স্টার স্পোর্টস সিলেক্ট ২

টেনিস
মাদ্রিদ ওপেন
দুপুর ৩টা
সরাসরি দেখাবে সনি টেন ৫

ক্রিফোস্পোর্টস/২৫এপ্রিল২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য