
রেফারিদের বিরুদ্ধে অভিযোগ, প্রচারণা, সংবাদ সম্মেলন বর্জন—সব মিলিয়ে তীব্র বিতর্কের পর অবশেষে কোপা দেল রে ফাইনালে খেলতে রাজি হয়েছে রিয়াল মাদ্রিদ। ফলে সেভিয়ায় ফুটবলপ্রেমীরা আরেকটি উত্তেজনাপূর্ণ এল ক্লাসিকোর সাক্ষী হতে যাচ্ছেন, যেখানে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।
ক্লাবের নিজস্ব টেলিভিশন চ্যানেল আরএমটিভি-তে রেফারিদের বিরুদ্ধে ধারাবাহিক প্রচারণা এবং বিতর্কিত মন্তব্যের জেরে রিয়াল ফাইনাল থেকে নিজেদের প্রত্যাহারের হুমকি দিয়েছিল। এমনকি ম্যাচ বর্জনের জোর সম্ভাবনাও তৈরি হয়। তবে শেষ পর্যন্ত একটি আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে রিয়াল নিশ্চিত করে, তারা ফাইনালে অংশ নিচ্ছে।
বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ২টায় শুরু হবে ফাইনাল। যদিও সংবাদ সম্মেলন এবং ক্লাব প্রেসিডেন্টদের নৈশভোজে অংশ নেয়নি রিয়াল, তবে ক্লাব জানিয়েছে, সমর্থকদের কথা মাথায় রেখেই তারা মাঠে নামছে।
আরও পড়ুন
» ৪ জয়ের পর ১ হারেই চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন শেষ বাংলাদেশের
» কবে মাঠে ফিরছেন তামিম? জানালেন নিজেই
ফাইনাল-পূর্ব সংবাদ সম্মেলনে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি ও মিডফিল্ডার লুকা মদ্রিচের উপস্থিত থাকার কথা থাকলেও তারা তা বর্জন করেন। ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজও এড়িয়ে যান আনুষ্ঠানিক নৈশভোজ। এতে জল্পনা বাড়ে, রিয়াল হয়তো ফাইনাল বয়কট করতে যাচ্ছে।
রাতের এক বিবৃতিতে রেফারিদের কিছু মন্তব্যের তীব্র প্রতিবাদ জানায় ক্লাবটি। পাশাপাশি ম্যাচ পরিচালনার দায়িত্বপ্রাপ্ত রেফারিদের বদলেরও দাবি তোলে তারা।
বিতর্কের কেন্দ্রবিন্দুতে আছেন রেফারি রিকার্দো দে বুর্গোস বেনগোচিয়া এবং ভিএআরের দায়িত্বে থাকা পাবলো গঞ্জালেস। অতীতে এই দুইজনের কিছু সিদ্ধান্ত রিয়ালের বিপক্ষে গেছে বলে মনে করে ক্লাবটি।
রেফারিদের বিরুদ্ধে আরএমটিভ-এর প্রচারণা এতটাই তীব্র ছিল যে, রেফারিরা সংবাদ সম্মেলন করে জানান—এসব প্রচারণা শুধু তাদের নয়, তাদের পরিবারের মানসিক শান্তিকেও বিঘ্নিত করছে।
রেফারি বেনগোচিয়া বলেন, যখন আপনার সন্তান স্কুলে গিয়ে শুনে যে তার বাবা একজন ‘চোর’, তখন তা অত্যন্ত বেদনাদায়ক।
সবশেষে, সমর্থকদের ভালোবাসা ও খেলাটির প্রতি দায়বদ্ধতাকে প্রাধান্য দিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নেয় রিয়াল মাদ্রিদ।
ক্রিফোস্পোর্টস/২৬এপ্রিল২৫/এসএ/এনজি
