Connect with us
ক্রিকেট

নতুন করে শাস্তি পেলেন তাওহীদ হৃদয়

Tawhid Hridoy
তাওহীদ হৃদয়। ছবি- সংগৃহীত

চলতি ডিপিএলে তাওহীদ হৃদয়ে শাস্তি নিয়ে নাটকীয়তার শেষ কোথায়! গতকালই এক ম্যাচের নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছিলেন তিনি। এবার নতুন করে শাস্তির মুখে পড়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই অধিনায়ক।

আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্টি প্রকাশ করায় নতুন করে শাস্তি পেয়েছেন হৃদয়। তাকে ১০ হাজার টাকা জরিমানার পাশাপাশি ১ ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। এছাড়া আবাহনীর বিপক্ষে সুপার লিগের ম্যাচটিতে খেলতে পারবেন না এই ব্যাটার।

ডিপিএলে হৃদয়ের শাস্তি নিয়ে জলঘোলা কম হয়নি। গত ১২ এপ্রিল ডিপিএলে আবাহনীর বিপক্ষে ম্যাচে আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়িয়ে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন তিনি। এরপর ক্লাবের আবেদনে নিষেধাজ্ঞা কমিয়ে এক ম্যাচ করা হয়। পরবর্তীতে আম্পায়ার সৈকতের আপত্তিতে এক ম্যাচের যে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল সেটি পুনর্বহাল করা হয়।

আরও পড়ুন:

» রাতে রিয়াল-বার্সা মহারণ: পরিসংখ্যানে কে এগিয়ে?

» চমক রেখে বাংলাদেশ ‘এ’ দলের নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা 

তবে গতকাল (শুক্রবার) হৃদয়ের নিষেধাজ্ঞাসহ কয়েকটি ইস্যু নিয়ে বিসিবিতে ছুটে আসেন দলটির মূল অধিনায়ক তামিম ইকবাল । তার সঙ্গে জাতীয় দলসহ অন্যান্য ক্রিকেটাররাও ছিল। এরপর বিসিবি সভাপতির সঙ্গে বৈঠকে বসেন তারা। সেখানে ৩টি ইস্যুতে বিসিবির কাছে দ্রুত সমাধান চান তামিমরা। এর পরেই হৃদয়ের বিষয়ে নতুন সিদ্ধান্ত দেয় বিসিবি।

নতুন সিদ্ধান্তে হৃদয়ের নিষেধাজ্ঞা বহাল রাখলেও তা পিছিয়ে যায় এক বছর। এই এক ম্যাচের নিষেধাজ্ঞা আগামী মৌসুমে কার্যকর হবে। তবে নতুন করে যে নিষেধাজ্ঞা পেয়েছেন সেটার সঙ্গে আগের নিষেধাজ্ঞার কোনো সম্পর্ক নেই।

আজ শনিবার (২৬ এপ্রিল) সুপার লিগে গাজী গ্রুপের বিপক্ষে ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্টি প্রকাশ করেছিলেন তিনি। আর এ কারণেই নতুন করে শাস্তির মুখে পড়েছেন এই ব্যাটার।

আগামী মঙ্গলবার সুপার লিগের শেষ রাউন্ডের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর মুখোমুখি হবে মোহামেডান। এই গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না হৃদয়।

ক্রিফোস্পোর্টস/২৬এপ্রিল২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট