
জিম্বাবুয়ের বিপক্ষে পরাজয় বড় কোন ঘটনা নয়। ক্রিকেটে যে কোন দল হারতেই পারে। নিজেদের প্রসেসটা ঠিক আছে কিনা সেটাই আসল। মন্তব্য জাতীয় দলের উইকেট কিপার ব্যাটসম্যান জাকের আলী অনিকের। অন্যদিকে দ্বিতীয় টেস্টেও টাইগারদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত জিম্বাবুয়ে।
সিলেট টেস্টের আগে জিম্বাবুয়েকে অনেকটা হেলাফেলার চোখে দেখেছে বাংলাদেশ। যার জন্য দিতে হয়েছে চড়া মাশুল। প্রথম টেস্টের পরাজয়ে সিরিজ হাতছাড়া হয়েছে বাংলাদেশের। শঙ্কা আছে সিরিজে পরাজয়ের, এমনকি জিম্বাবুয়ে চোখ রাঙাচ্ছে হোয়াইটওয়াশের।

সিলেট টেস্টে দারুণ জয়ের রেকর্ড গড়েছে সফরকারী জিম্বাবুয়ে। ছবি- ক্রিকইনফো
বনেদি ক্রিকেটে বাংলাদেশের ভাবমুর্তি তলানিতে। তবে জিম্বাবুয়ের কাছে পরাজয়কে বড় কোন ঘটনা হিসেবে দেখতে নারাজ জাকেল আলী অনিক। সিলেটে বাংলাদেশ ম্যাচটা হেরেছে ব্যাটিং ব্যার্থতায়। তাই অনুশীলনে বাড়তি মনোযোগ উইলোবাজদের। আঁতশি কাচের নিচে অভিজ্ঞ মুশফিকের পারফর্মেন্স।
আরও পড়ুন:
» নতুন করে শাস্তি পেলেন তাওহীদ হৃদয়
» চমক রেখে বাংলাদেশ ‘এ’ দলের নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা
টাইগারদের ঠিক বিপরিত অবস্থা জিম্বাবুয়ের। প্রথম টেস্টে জয় এসেছে। সিরিজ জয়ের হাতছানি। এমনকি বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার সুযোগ। বেন কারেন চট্টগ্রাম টেস্টকে দেখছেন জিম্বাবুয়ের ক্রিকেট আরো একধাপ ওপরে তোলার সিড়ি হিসেবে।

সিরিজ জয় সম্ভব না, এখন সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ। ছবি- বিসিবি
তিনি বলেছেন, স্বাভাবিকভাবেই বাংলাদেশ চট্টগ্রাম টেস্টে ঘুরে দাড়ানোর চেষ্টা করবে। আমি মনে করি এই টেস্টে আমাদের কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। আমরা চ্যালেঞ্জ মোকাবেলায় মানসিক প্রস্তুতি নিচ্ছি। অবশ্যই আমাদের লক্ষ্য থাকবে সিরিজ জয় নিশ্চিত করা।
আগামী মঙ্গলবার (২৮ এপ্রিল) দ্বিতীয় টেস্টে মাঠে নামবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। প্রথম টেস্টে হেরে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে স্বাগতিক বাংলাদেশ। ইতোমধ্যে সিরিজ হাতছাড়া হয়েছে। চট্টগ্রামে জয় পেলে সিরিজে সমতা আসবে। আর ড্র কিংবা হারে বাড়বে লজ্জা।
ক্রিফোস্পোর্টস/২৬এপ্রিল২৫/এজে
