
গ্লোবাল সুপার লিগে অংশ নিয়েই বাজিমাত করেছে রংপুর রাইডার্স। গায়ানায় অনুষ্ঠিত হওয়া এই টুর্নামেন্টের প্রথম আসরে অংশ নিয়েই শিরোপা উঁচিয়ে ধরেছে বাংলাদেশের এই ফ্রাঞ্চাইজিটি। তারই ধারাবাহিকতায় শিরোপা ধরে রাখার মিশনে পরবর্তী আসরেও অংশ নিতে যাচ্ছে ফ্রাঞ্চাইজিটি। এজন্য দল গোছানোর প্রস্তুতিও শুরু করে দিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
বাংলাদেশের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। তবে চ্যাম্পিয়ন হয়েও তারা খেলতে পারবে না এই টুর্নামেন্টে। রংপুর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স হওয়াতে তারাই অংশ নেবে এবার। এর আগের আসরেও বিপিএল চ্যাম্পিয়ন ছিল বরিশাল। তবে তারা খেলতে আগ্রহ না দেখানোয় বিকল্প হিসেবে অংশ নিয়েছিল রংপুর।
আগামী ১০ থেকে ১৮ জুলাই গায়ানায় বসবে গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসর। টুর্নামেন্ট শুরু হওয়ার প্রায় আড়াই মাস বাকি থাকতে দল গোছানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে রংপুর। তবে এবার জাতীয় দলের খেলোয়াড়দের পাওয়া নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে। কারণ একই মাসে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। তাই টি-টোয়েন্টি দলে থাকা ক্রিকেটারদের সার্ভিস না পাওয়ার সম্ভাবনাই বেশি। তবে বোর্ড থেকে অনুমতি পেলেই তাদেরকে দলে নেবে ফ্রাঞ্চাইজিটি।
আরও পড়ুন:
» ব্রাজিলের ফুটবলাররা দেশের জন্য নয়, ক্লাবের জন্য খেলে : রোমারিও
» চট্টগ্রামে জিম্বাবুয়ের কাছে হোয়াইটওয়াশ এড়াতে পারবে বাংলাদেশ?
এ বিষয়ে রংপুরের টিম ডিরেক্টর শানিয়ান তানিম গণমাধ্যমকে বলেন, ‘টুর্নামেন্টের সময় বাংলাদেশে আসবে পাকিস্তান। তাই চেষ্টা করব কীভাবে জাতীয় দলের বাইরের ক্রিকেটারদের নিয়ে শক্ত দল গড়া যায় সেই। তবে বোর্ড যদি জাতীয় দলের ক্রিকেটারদের এনওসি দেয়, সেক্ষেত্রে তাদের নেওয়ার চেষ্টা করব।’
গত আসরে রংপুরের জার্সিতে খেলেছিলেন রিশাদ হোসেন এবং দলের শিরোপা জয়ে বড় অবদান রেখেছিলেন এই লেগি। তবে গুঞ্জন রয়েছে, এবারের আসরের জন্য রিশাদকে চায় বিগব্যাশের ফ্র্যাঞ্চাইজি হোবার্ট হারিকেনস। তবে এ বিষয়ে রিশাদের সিদ্ধান্তকেই প্রাধান্য দেবে রংপুর রাইডার্স।
তানিম বলেন,‘আমরা রিশাদকে একটা অফার করব। তবে সে যদি হোবার্ট যদি চায় যেতে পারে। সেটা ভালো অফার। সেটা পুরোপুরি তার সিদ্ধান্ত। আমরা এ নিয়ে তাকে জোর করব না।’
জাতীয় দলের ক্রিকেটারদের বোর্ড থেকে অনুমতি না দিলে নাঈম শেখ, এনামুল হক বিজয়, মাহমুদউল্লাহ রিয়াদদের দলের ভেড়ানোর চেষ্টা করবে রংপুর। এছাড়া বিদেশিদের মধ্যে তাদের পছন্দের তালিকায় আছেন কাইল মায়ার্স, আজমতউল্লাহ ওমরজাই, আকিব জাবেদ, খাজা নাফে, মোহাম্মদ নবির মতো ক্রিকেটাররা।
ক্রিফোস্পোর্টস/২৬এপ্রিল২৫/বিটি
