
এল ক্লাসিকোর নাম শুনলেই উত্তেজনা আর নাটকীয়তার ছবি চোখে ভাসে। এবারের কোপা দেল রে ফাইনালেও তার ব্যতিক্রম হয়নি। পাঁচ গোলের রোমাঞ্চকর লড়াই শেষে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে বার্সেলোনা।
লা কার্তুহা স্টেডিয়ামে প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বার্সেলোনা। ২৮তম মিনিটে লামিনে ইয়ামালের পাস থেকে পেদ্রি দারুণ ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন। বিরতির আগে রিয়াল দুটি গোলের সুযোগ পেলেও, অফসাইডের কারণে তা বাতিল হয়।
দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে রিয়াল। রদ্রিগোর পরিবর্তে কিলিয়ান এমবাপ্পে মাঠে নামেন এবং দলের আক্রমণে গতি আনেন। ৭০ মিনিটে ফ্রি-কিক থেকে মানবপ্রাচীরের ফাঁক দিয়ে চমৎকার শটে সমতায় ফেরান এমবাপ্পে। ৭৭ মিনিটে কর্নার থেকে অরেলিয়ে চুয়োমেনির হেডে এগিয়ে যায় রিয়াল।
আরও পড়ুন
»গ্লোবাল সুপার লিগের দল গোছানো শুরু করেছে রংপুর রাইডার্স
»ব্রাজিলের ফুটবলাররা দেশের জন্য নয়, ক্লাবের জন্য খেলে : রোমারিও
তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি রিয়াল। ৮৪ মিনিটে ইয়ামালের পাস থেকে গোলরক্ষক থিবো কোর্তোয়া ও ডিফেন্ডার রুডিগারকে বিভ্রান্ত করে গোল করেন ফেরান তোরেস।
শেষ মুহূর্তে বার্সা একটি পেনাল্টি পেলেও, ভিএআরের মাধ্যমে রেফারি সিদ্ধান্ত বদলে দেন, কারণ রাফিনিয়া কোনো স্পর্শ ছাড়াই ডি-বক্সে পড়ে গিয়েছিলেন।
ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালে রিয়াল কিছুটা আধিপত্য দেখালেও, ১১৬ মিনিটে বড় ভুল করেন লুকা মদ্রিচ। তার পাস ধরে কুন্দে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে জয়সূচক গোল করেন বার্সার হয়ে।
ম্যাচের শেষদিকে রেফারির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক হয়। অতিরিক্ত সময়ে প্রতিবাদ করায় ডাগআউটে থাকা রিয়াল ডিফেন্ডার আন্তোনিও রুডিগার লাল কার্ড দেখেন।
এই জয়ে ৩২তমবারের মতো কোপা দেল রের শিরোপা জিতলো বার্সেলোনা। তবে তাদের লক্ষ্য এখানেই শেষ নয়; এখন নজর লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জিতে ট্রেবল জয়ের দিকে।
ক্রিফোস্পোর্টস/২৭এপ্রিল২৫/এসএ/এনজি
