Connect with us
ফুটবল

কোপা দেল রে : শিরোপা জিতে কত টাকা পেল বার্সেলোনা

Copa del Rey
কোপা দেল রে। ছবি- সংগৃহীত

স্পেনের সবচেয়ে ঐতিহ্যবাহী ঘরোয়া টুর্নামেন্ট কোপা দেল রে। এবারের আসরে পাঁচ গোলের রোমাঞ্চকর লড়াই শেষে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে বার্সেলোনা।

কোপা দেল রে’র আর্থিক পুরস্কার তুলনামূলকভাবে কম। শিরোপা জিতে বার্সেলোনা পেয়েছে ১.২ মিলিয়ন ইউরো (বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ১৬ কোটি টাকা)। অপরদিকে, রানার-আপ দল রিয়াল মাদ্রিদ ১ মিলিয়ন ইউরো। দুপক্ষের মধ্যে আর্থিক পার্থক্য নেহাত সামান্য।

তুলনা করলে দেখা যায়, আসন্ন ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পাবে ১২৫ মিলিয়ন ডলার (প্রায় ১১০.৫ মিলিয়ন ইউরো)। লা লিগা জয়ী দলও পাবে প্রায় ৬০ মিলিয়ন ইউরো, আর চ্যাম্পিয়ন্স লিগ জিতলে আয় হতে পারে প্রায় ১০০ মিলিয়ন ইউরো পর্যন্ত।


আরও পড়ুন

»ফাইনালে উঠতে কঠিন সমীকরণের সামনে মেসির ইন্টার মায়ামি

»পাঁচ গোলের রোমাঞ্চে রিয়ালকে হারিয়ে শিরোপা জিতলো বার্সেলোনা


কোপা দেল রে’র আয় বণ্টনের পদ্ধতি

১৯৮২ সালে ফরম্যাট পরিবর্তনের পর থেকে কোপা দেল রে’র লক্ষ্য ছিল পুরো স্প্যানিশ ফুটবল ব্যবস্থায় অর্থ ছড়িয়ে দেওয়া— শুধু ফাইনালিস্টদের মধ্যে সীমাবদ্ধ না রেখে।

টিভি স্বত্ব থেকে প্রতিযোগিতাটি প্রতি মৌসুমে আনুমানিক ৩৩ মিলিয়ন ইউরো আয় করে। এর মধ্যে ৯০% (প্রায় ২৯.৫ মিলিয়ন ইউরো) পেশাদার ফুটবল ক্লাবগুলোর মধ্যে এবং বাকি ১০% (প্রায় ৩ মিলিয়ন ইউরো) অপেশাদার ফুটবল এবং কাপ প্রতিযোগিতায় অংশ নেওয়া ছোট ক্লাবগুলোর মধ্যে বণ্টন করা হয়।

লা লিগার ক্লাবগুলোর আয়

পেশাদার ফুটবলের জন্য নির্ধারিত ২৯.৫ মিলিয়ন ইউরো-এর ৯০% (প্রায় ২৬.৫ মিলিয়ন ইউরো) লা লিগার ২০টি ক্লাবের মধ্যে ভাগ হয়। এর অর্ধেক অংশ সমানভাবে বিতরণ করা হয়, যার মানে হলো রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা এবং বাকি ১৮টি দল ইতোমধ্যেই মাথাপিছু প্রায় ৬৬০,০০০ ইউরো আয় নিশ্চিত করেছে।

ক্রিফোস্পোর্টস/২৭এপ্রিল২৫/এসএ/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল