
প্রথমবারের মতো কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে পাকিস্তানে পা রাখলেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। তবে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট খেলার কারণে পিএসএলের লিগপর্বের প্রথম পাঁচটি ম্যাচ মিস করেছেন তিনি। তার ওপর, পেশোয়ার জালমির টিম হোটেলে ওঠার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে রয়েছে দলের পরবর্তী ম্যাচ—ফলে একাদশে ঢোকা সহজ হবে না নাহিদের জন্য।
শনিবার সন্ধ্যায় ঢাকা ছাড়েন নাহিদ এবং মধ্যরাতে পেশোয়ার জালমির টিম হোটেলে পৌঁছান। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে স্বাগত জানিয়েছে পেশোয়ার জালমি। একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছে, ‘নিজস্ব মহিমা নিয়েই পৌঁছালেন, স্কোয়াডে যোগ দিলেন নাহিদ রানা।’
নাহিদের যোগদানের ঠিক পরদিনই মাঠে নামছে পেশোয়ার। অনুশীলনের কোনো সুযোগ ছাড়াই একাদশে তার অন্তর্ভুক্তি নিয়ে তৈরি হয়েছে সংশয়। একাদশে জায়গা পেতে তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে দুই বিদেশি পেসার আলজারি জোসেফ ও লুক উডের সঙ্গে। পাঁচ ম্যাচ খেলা ক্যারিবীয় পেসার জোসেফ এখন পর্যন্ত সাতটি উইকেট নিলেও ইকোনমি রেট ৯.১০—যা খুব একটা ভালো নয়।
আরও পড়ুন
»কোপা দেল রে : শিরোপা জিতে কত টাকা পেল বার্সেলোনা
»ফাইনালে উঠতে কঠিন সমীকরণের সামনে মেসির ইন্টার মায়ামি
অন্যদিকে, ইংলিশ পেসার লুক উডকে মূলত নাহিদের বিকল্প হিসেবে দলে নেওয়া হলেও, এখন পর্যন্ত তিন ম্যাচে ৬.৮১ ইকোনমি রেটে পাঁচ উইকেট নিয়েছেন তিনি—যা বেশ ভালো পারফরম্যান্স। পেশোয়ার নিয়মিতভাবে পাঁচ বিদেশি খেলোয়াড়কে ঘুরিয়ে-ফিরিয়ে খেলাচ্ছে, যেখানে অলরাউন্ডার মিচেল ওয়েন ও জোসেফ নিয়মিত মুখ। ওয়েনের অলরাউন্ড দক্ষতার কারণে তার দলে থাকা প্রায় নিশ্চিত। ফলে মূল লড়াইটা হবে নাহিদ, জোসেফ এবং উডের মধ্যে পেসার পজিশনের জন্য।
এ ছাড়া স্কোয়াডে থাকা স্পিন অলরাউন্ডার জর্জ লিন্ডে ও ব্যাটার ম্যাক্স ব্রায়ান্ট এখনও বড় কোনো ছাপ রাখতে পারেননি।
দেশ ছাড়ার আগে ঢাকা পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ রানা জানিয়েছেন, তিনি আত্মবিশ্বাসী। তরুণ এই পেসার বলেন, ‘নিজের প্রতি আমার পূর্ণ আস্থা আছে। দলের হয়ে সেরাটা দিতে চাই। যদি তা করতে পারি, ফল অবশ্যই ভালো হবে।’
উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি অনুষ্ঠিত পিএসএল ড্রাফটে ‘গোল্ডেন’ ক্যাটাগরি থেকে নাহিদ রানাকে দলে ভেড়ায় পেশোয়ার জালমি। যদিও বিসিবি প্রথমদিকে তাকে এনওসি দেয়নি; পরে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট খেলার পর ছাড়পত্র দেওয়া হয়। এ সময়ের মধ্যে পেশোয়ার পাঁচটি ম্যাচ খেলে তিন হার ও দুই জয় নিয়ে ৪ পয়েন্ট সংগ্রহ করে টেবিলের চতুর্থ স্থানে অবস্থান করছে।
ক্রিফোস্পোর্টস/২৭এপ্রিল২৫/এসএ/এনজি
