
সিলেটের মানুষ এবার মাঠে দেখতে পেতে পারেন ফুটবলার হামজা চৌধুরীকে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) চায়, এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচটি হামজার শহর সিলেটে আয়োজন করতে। পরিকল্পনা সফল হলে আগামী নভেম্বরে সিলেটের দর্শকরা নিজেদের মাটিতে প্রিয় ফুটবলারের খেলা উপভোগ করতে পারবেন।
গত ১৭ মার্চ সিলেটে পৌঁছার পর বিমানবন্দর থেকে হবিগঞ্জের বাহুবলের স্নানঘাটে নিজ বাড়ি পর্যন্ত হামজাকে দেওয়া হয়েছিল উষ্ণ অভ্যর্থনা। তবে সেদিন মাঠে তার পারফরম্যান্স দেখার সুযোগ হয়নি সিলেটবাসীর। এবার সেই অপেক্ষার অবসান ঘটার সম্ভাবনা তৈরি হয়েছে।
গত ২৫ মার্চ ভারতের বিপক্ষে শিলংয়ে অনুষ্ঠিত ম্যাচ দিয়ে লাল-সবুজ জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় হামজার।
আরও পড়ুন
»বোর্ড সভাপতির দায়িত্বে আমার কিছু ভুল হতে পারে : ফারুক আহমেদ
»লিটনের পর এবার ছিটকে গেলেন আরেক তারকা ক্রিকেটার
এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১০ জুন ঢাকায়, যেখানে প্রতিপক্ষ সিঙ্গাপুর। এরপর ৯ অক্টোবর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে (সাবেক এমএ আজিজ স্টেডিয়াম) বাংলাদেশের প্রতিপক্ষ হবে হংকং। আর ১৮ নভেম্বর সিলেট জেলা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছে বাফুফে।
বাফুফে ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপে ফেডারেশনের কম্পিটিশন কমিটির সদস্য ইকবাল হোসেন জানান, আমরা দুইটি আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের চেষ্টা করছি—একটি চট্টগ্রামে, আরেকটি সিলেটে। গত শুক্রবার আমি সিলেট স্টেডিয়াম পরিদর্শন করেছি। মাঠের অবস্থা ভালো। কিছুদিন খেলা না হওয়ায় ঘাস একটু বড় হয়ে গেছে, তবে সামান্য সংস্কারে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন সম্ভব হবে।
এর আগে সিলেট জেলা স্টেডিয়ামে তিনটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে—২০২২ সালে মঙ্গোলিয়ার বিপক্ষে এবং ২০২৩ সালে সেশেলসের বিপক্ষে দুটি। প্রতিটি ম্যাচেই দর্শকদের বিপুল সমাগম বাফুফেকে আশাবাদী করেছে।
ফেডারেশন মনে করছে, হামজা চৌধুরীর পাশাপাশি যদি কানাডাপ্রবাসী সিলেটের আরেক ফুটবলার শমিত সোমও খেলেন, তবে গ্যালারিতে দর্শকের ঢল নামবে।
ক্রিফোস্পোর্টস/২৮এপ্রিল২৫/এসএ/এনজি
