
জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজে দেখা যাবে না তাসকিন আহমেদকে। গোড়ালির চোটের উন্নত চিকিৎসার জন্য ইংল্যান্ডে পাড়ি জমিয়েছেন এই ডানহাতি পেসার।
রোববার (২৮ এপ্রিল) রাত ৮টার ফ্লাইটে দেশ ছাড়েন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তাসকিন নিজেই, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে।
তাসকিন লিখেছেন, আমি কিছুদিন ধরে গোড়ালির ব্যথায় ভুগছিলাম। তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আমাকে বিশ্রাম দিয়েছে এবং একজন গোড়ালি বিশেষজ্ঞের কাছে পাঠাচ্ছে। বিসিবিকে তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ। ইনশাআল্লাহ, আরও শক্তিশালী হয়ে ফিরবো। আমাকে দোয়ায় রাখবেন।
আরও পড়ুন
»হামজার শহরে ভারত ম্যাচ আয়োজনের পরিকল্পনা
»বোর্ড সভাপতির দায়িত্বে আমার কিছু ভুল হতে পারে : ফারুক আহমেদ
তাসকিনের সঙ্গে চিকিৎসা সহায়তার জন্য সোমবার রাতে ভিন্ন একটি ফ্লাইটে ইংল্যান্ড গেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরীও।
তিনি জানান, মঙ্গলবার (২৯ এপ্রিল) যুক্তরাজ্যের বিখ্যাত অর্থোপেডিক সার্জন প্রফেসর জেমস ক্যাল্ডারের কাছে তাসকিনের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে। পা ও গোড়ালির চিকিৎসায় বিশেষজ্ঞ এই চিকিৎসক।
চলতি বছরের শুরুতে বিপিএলে খেলার সময় থেকেই পায়ে ব্যথা অনুভব করছিলেন তাসকিন। এরপরও তিনি চ্যাম্পিয়নস ট্রফিতে এবং ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন। তবে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে ঝুঁকি না নিয়ে তাকে বিশ্রামে রেখেছে বিসিবি।
বর্তমানে বিসিবির কেন্দ্রীয় চুক্তির ‘এ প্লাস’ ক্যাটাগরির একমাত্র ক্রিকেটার তাসকিন। জানা গেছে, তার গোড়ালির হাড়ে বাড়তি গঠন (bone spur) তৈরি হয়েছে। এ ধরনের সমস্যায় পেসারদের নিয়মিত ওয়ার্কলোড ম্যানেজমেন্টের মধ্য দিয়ে যেতে হয়। চিকিৎসকরা বলছেন, সার্জারি করলে সেরে উঠতে দীর্ঘ সময় লাগতে পারে। তবে ব্যথা সহনীয় থাকলে তা ম্যানেজ করে খেলা সম্ভব।
ধারণা করা হচ্ছে, চলতি বছর দেশের ছয়টি টেস্ট ম্যাচের সবগুলোতে হয়তো দেখা যাবে না তাসকিনকে। তবে পাকিস্তান ও ভারতের বিপক্ষে সীমিত ওভারের ম্যাচগুলোতে তার ফেরার সম্ভাবনা রয়েছে।
ক্রিফোস্পোর্টস/২৮এপ্রিল২৫/এসএ/এনজি
