Connect with us
ফুটবল

ইতিহাস গড়ল লিভারপুল, এমন চ্যাম্পিয়ন আগে দেখেনি প্রিমিয়ার লিগ

Liverpool Football Club
লিভারপুলের শিরোপা উৎসব। ছবি- সংগৃহীত

অ্যানফিল্ডে উৎসবের আমেজ জমে উঠেছিল ম্যাচ শুরুর ঘণ্টাখানেক আগেই। লিভারপুল যে জয় ছিনিয়ে নেবে—এতে কোনো সন্দেহ ছিল না সমর্থকদের। কালোবাজারে টিকিটের হিড়িকই জানান দিচ্ছিল, এক বিশেষ মুহূর্তের অপেক্ষায় সবাই।

অবশেষে ৩৫ বছরের অপেক্ষা শেষে অ্যানফিল্ডে ফিরল ইংলিশ লিগ শিরোপা উদযাপনের সেই কাঙ্ক্ষিত দৃশ্য।

২০১৯-২০ মৌসুমে লিভারপুল প্রিমিয়ার লিগ জিতলেও কোভিড-১৯ মহামারির কারণে তা ছিল দর্শকশূন্য এক নীরব উৎসব। এবার সব আক্ষেপ দূর করে, গ্যালারি ভরা দর্শকের সামনে স্পার্সদের ৫-১ গোলে বিধ্বস্ত করে শিরোপা নিশ্চিত করল অলরেডরা।


আরও পড়ুন

»হামজার শহরে ভারত ম্যাচ আয়োজনের পরিকল্পনা

»ইনশাআল্লাহ, আরও শক্তিশালী হয়ে ফিরবো : তাসকিন


 

৩৪ ম্যাচ শেষে ৮২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের চেয়ে ১৫ পয়েন্ট এগিয়ে আছে তারা। ফলে চার ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত হলো লিভারপুলের।

আর্নে স্লটের দায়িত্ব নেওয়ার মাত্র ৩৩০ দিনের মধ্যেই দলকে এনে দিলেন লিগ শিরোপা। অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইকও তার অধিনায়কত্বের দ্বিতীয় মৌসুমেই গড়লেন এই কৃতিত্ব। ইংলিশ ফুটবলের ইতিহাসে এই প্রথম কোনো ডাচ কোচ ও ডাচ অধিনায়কের হাত ধরে লিগ শিরোপা এল—লিভারপুল লিখল নতুন ইতিহাস।

২০১৮ সালে সাউদাম্পটন থেকে ৭৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে দলে যোগ দিয়েছিলেন ভ্যান ডাইক। এরপর থেকেই রক্ষণভাগের মূল স্তম্ভ হয়ে উঠেছেন তিনি। তার নেতৃত্বে অলরেডরা জিতেছে ৯টি বড় ট্রফি, যার মধ্যে রয়েছে দুটি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়নস লিগ, ক্লাব বিশ্বকাপ এবং উয়েফা সুপার কাপের মতো মর্যাদার শিরোপা।

আর আর্নে স্লট? কিংবদন্তি কোচ ইয়ুর্গেন ক্লপের উত্তরসূরি হয়ে এসেছিলেন। দায়িত্ব গ্রহণের শুরুতে তাকে নিয়ে সংশয় থাকলেও, ক্লপের গড়া স্কোয়াডের ওপর নিজের ছোঁয়া লাগিয়ে মাত্র সপ্তম কোচ হিসেবে চার ম্যাচ হাতে রেখেই প্রিমিয়ার লিগ জেতালেন লিভারপুলকে।

ক্রিফোস্পোর্টস/২৮এপ্রিল২৫/এসএ/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল