
রায়ান রিকেলটন ও সূর্যকুমার যাদবের দারুণ ব্যাটিংয়ের ওপর ভর করে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে দাপুটে জয় তুলে নিল মুম্বাই ইন্ডিয়ান্স।
রোববার (২৭ এপ্রিল) প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২১৫ রান তোলে মুম্বাই, জবাবে লখনৌ থেমে যায় অনেক আগেই—৫৪ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে রোহিত শর্মার দল।
এই জয়ের দিনে আইপিএলের ইতিহাসে বিশেষ দুটি রেকর্ড গড়ে স্মরণীয় করে রাখল মুম্বাই ইন্ডিয়ান্স।
আরও পড়ুন
»সিরিজ বাঁচানোর টেস্টে টস হারলেন শান্ত, একাদশে ৩ পরিবর্তন
»হঠাৎ জুম মিটিং ফারুকের, কী কী সিদ্ধান্ত নিলো বিসিবি?
প্রথমত, আইপিএলের ইতিহাসে প্রথম দল হিসেবে ১৫০টি ম্যাচ জয়ের মাইলফলক স্পর্শ করল মুম্বাই।
দ্বিতীয়ত, ব্যক্তিগত অর্জনে ইতিহাস গড়লেন সূর্যকুমার যাদব। মাত্র ২৮ বলে ৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৫৪ রানের ঝড়ো ইনিংস খেলে দ্রুততম ৪ হাজার আইপিএল রান ক্লাবে নাম লেখালেন সূর্য।
২,৭১৪ বল খেলে ৪ হাজার রানে পৌঁছেছেন তিনি—ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্রুততম এবং আইপিএলের ইতিহাসে সামগ্রিকভাবে তৃতীয় দ্রুততম। তার আগে এই কীর্তি গড়েছেন কেবল ক্রিস গেইল (২,৫৬৮ বল) ও এবি ডি ভিলিয়ার্স (২,৬৫৮ বল)।
এই জয়ে ১০ ম্যাচে ৬টি জয় নিয়ে পয়েন্ট টেবিলেও উজ্জ্বল মুম্বাই ইন্ডিয়ান্স। উঠে এসেছে তালিকার দুই নম্বর স্থানে।
ক্রিফোস্পোর্টস/২৮এপ্রিল২৫/এসএ/এনজি
