
আন্তর্জাতিক টেস্টে আরেকটি ফাইফারের দেখা পেয়েছেন বাংলাদেশের তারকা স্পিনার তাইজুল ইসলাম। সোমবার জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট শিকার করেছেন এই বাঁহাতি স্পিনার। টেস্ট ক্যারিয়ারে এটি তার ১৬তম ফাইফার।
তাইজুলের এমন দুর্দান্ত পারফরম্যান্সের প্রশংসা করেছেন জাতীয় দলের সাবেক ওপেনার তামিম ইকবাল। সামাজিক যোগাযোগমাধ্যমে তাইজুলকে নিয়ে এক বার্তা দিয়ে তাকে অভিনন্দন জানান দেশসেরা এই ওপেনার।
সোমবার (২৮ এপ্রিল) তামিম তার অফিশিয়াল ফেসবুক পেজে তাইজুলকে অভিনন্দন জানিয়ে লেখেন, ‘বর্তমানে বিশ্বের সবচেয়ে অবমূল্যায়িত বোলার তাইজুল। বর্তমানে খেলছেন এমন অন্যান্য বোলারদের পরিসংখ্যানের দিকে একবার তাকালেই আমার বক্তব্যের যৌক্তিকতা বুঝতে পারবেন। আরেকটি পাঁচ উইকেটের কৃতিত্ব অর্জনের জন্য তাইজুলকে অভিনন্দন!’
আরও পড়ুন:
» শেষ বিকেলে তাইজুলের ঘূর্ণি, হঠাৎ এলোমেলো জিম্বাবুয়ে
» বড় সংগ্রহের দিকে জিম্বাবুয়ে, ব্রেক থ্রু’র সন্ধানে বাংলাদেশ
চট্টগ্রামে দিনের প্রথম সেশনেই উইকেটের দেখা পান তাইজুল। তার প্রথম শিকার বেন কারান। দারুণ এক ঘূর্ণিতে তাকে বোল্ড করে প্যাভিলিয়নে ফেরান এই স্পিনার। প্রথম সেশনে এক উইকেট নেওয়ার পর দ্বিতীয় সেশনে উইকেটশূন্য ছিলেন তিনি। তবে তৃতীয় সেশনে নিজের স্পিন ভেলকিতে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ এলোমেলো করে দেন এই বাঁহাতি।
দিনের শেষ সেশনে আরও ৪ উইকেট নিয়ে ক্যারিয়ারের ১৬তম ফাইফার পূর্ণ করেন তাইজুল। বড় লক্ষ্যের দিকে এগোতে থাকা জিম্বাবুয়ে তার স্পিন ভেলকির পর প্রথম দিন শেষে ২২৭ রান তুলতেই হারিয়েছে ৯ উইকেট। তাইজুল ২৭ ওভারে ৬ মেডেনসহ ৬০ রান খরচায় ৫ উইকেট নিজের ঝুলিতে পুরেছেন।
ক্রিফোস্পোর্টস/২৮এপ্রিল২৫/বিটি
