Connect with us
ক্রিকেট

মাঠে দর্শক টানতে যে উদ্যোগ নিল বিসিবি

The initiative taken by BCB to attract spectators
স্কুলের শিক্ষার্থীরা ফ্রিতে খেলা দেখতে পারবেন। ছবি- সংগৃহীত

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ নিয়ে শুরু থেকেই দর্শকদের আগ্রহ তলানিতে। তাই প্রথম টেস্টে সিলেটের গ্যালারিতে খুব একটা দর্শক চোখে পড়েনি। মাঠে দর্শক টানতে মাত্র সর্বনিম্ন ৫০ টাকায় টিকিটের ব্যবস্থা রেখেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু তারপরও দর্শক টানতে ব্যর্থ হয়েছে তারা।

সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বাজে পারফরম্যান্সের পর থেকেই দেশের ক্রিকেটের প্রতি আস্থা হারাচ্ছেন অনেকেই। যার প্রভাব পড়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজে। আর এই সিরিজেও হতাশ করেছে টাইগাররা। সিরিজের প্রথম টেস্টেই বাজেভাবে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। তাতে করে চট্টগ্রাম টেস্ট নিয়ে মানুষের আগ্রহ আরও কমে গেছে।

আজ সোমবার (২৮ এপ্রিল) থেকে শুরু হয়েছে চট্টগ্রাম টেস্ট। তবে চট্টগ্রামের গ্যালারিতে উপস্থিতি ছিল না চোখে পড়ার মত। নিজেদের মাঠে দর্শক না থাকাটা বাংলাদেশ ক্রিকেটের জন্যও বেশ হতাশার। তাই মাঠে দর্শক টানতে নতুন পদক্ষেপ নিয়েছে বিসিবি।

আরও পড়ুন:

» সাকিব ভাই দেশের জন্য ভালো কিছু করেছেন : তাইজুল

» শ্রীলঙ্কার বিপক্ষে ৯ উইকেটের বিশাল জয় পেল বাংলাদেশ 

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন থেকে স্কুলের শিক্ষার্থীদের জন্য ফ্রিতে খেলা দেখার সুযোগ করে দিয়েছে বিসিবি। কোনো টিকিট ছাড়াই ফ্রিতে গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন তারা। আজ সোমবার (২৮ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন থেকে বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রাম-এ স্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি প্রবেশের ব্যবস্থা থাকবে।’-এজন্য শিক্ষার্থীদের জন্য দুটি শর্ত জুড়ে দিয়েছে বিসিবি। শিক্ষার্থীদেরকে স্কুলের ইউনিফর্ম পরতে হবে এবং একটি বৈধ স্কুল আইডি কার্ড সঙ্গে রাখতে হবে। আর এগুলো থাকলেই বিনামূল্যে খেলা দেখতে পারবেন শিক্ষার্থীরা।

প্রসঙ্গগত, চট্টগ্রাম টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম দিনের খেলা শেষে ৯ উইকেট হারিয়ে ২২৭ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে। আগামীকাল সকাল ১০টায় শুরু হবে দ্বিতীয় দিনের খেলা।

ক্রিফোস্পোর্টস/২৮এপ্রিল২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট