
চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট শিকার করেছেন তাইজুল ইসলাম। এটি ছিল তার টেস্ট ক্যারিয়ারের ১৬তম ফাইফার এবং জিম্বাবুয়ের পঞ্চম ফাইফার। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি এই স্পিনার এবার নাম লেখিয়েছেন এক নতুন কীর্তিতে।
জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন এমন বোলারদের তালিকায় তিন নম্বরে উঠে এসেছেন তাইজুল। এতে পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামকে ছাড়িয়ে গেছেন এই স্পিনার।
বর্তমানে জিম্বাবুয়ের বিপক্ষে তাইজুলের উইকেট সংখ্যা ৪৮টি। ৮ টেস্টে ১৫ ইনিংস খেলে ৪৮ উইকেট শিকার করেছেন তিনি। অন্যদিকে ওয়াসিম আকরামের উইকেট সংখ্যা ৪৭টি। ১০ টেস্টে ১৮ ইনিংস খেলে এই উইকেট শিকার করেছিলেন ‘সুইং অব সুলতান’ খ্যাত এই কিংবদন্তি পেসার।
আরও পড়ুন:
» মাঠে দর্শক টানতে যে উদ্যোগ নিল বিসিবি
» সাকিব ভাই দেশের জন্য ভালো কিছু করেছেন : তাইজুল
এই সিরিজের আগে জিম্বাবুয়ের বিপক্ষে তাইজুলের উইকেট সংখ্যা ছিল ৩৯টি। প্রথম টেস্টে ২ উইকেট নিয়ে তালিকায় ৫ নম্বরে জায়গা করে নেন তিনি। এবার চট্টগ্রাম টেস্টে ৫ উইকেট নিয়ে দুই ধাপ এগিয়ে তিনে জায়গা করে নিয়েছেন এই স্পিনার।
অবশ্য ওয়াসিম আকরাম ছাড়াও শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার চামিন্দা ভাসকে পেছনেও ফেলেছেন। এই সাবেকের উইকেট সংখ্যা তাইজুলের সমান ৪৮ টি। তবে তাইজুলের চেয়ে ১১ ইনিংস বেশি খেলেছেন এই পেসার।
সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় সবার ওপরে আছেন শ্রীলঙ্কার আরেক কিংবদন্তি বোলার মুত্তিয়া মুরালিধরন। ১৪ ম্যাচে ২৬ ইনিংস খেলে ৮৭ উইকেট শিকার করেছেন এই স্পিনার। আর তালিকার দুইয়ে আছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াকার ইউনুস। ২০ ইনিংসে ৬২ উইকেট শিকার করেন এই সাবেক।
ক্রিফোস্পোর্টস/২৮এপ্রিল২৫/বিটি
