
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন আজ (২৯ এপ্রিল) মাঠে নামবে বাংলাদেশ, প্রতিপক্ষ জিম্বাবুয়ে। এছাড়া আইপিএল ও পিএসএলে রয়েছে একটি করে ম্যাচ। এছাড়াও ফুটবলে রয়েছে উয়েফা চ্যাম্পিয়ানস লিগের সেমিফাইনাল।
এক নজরে টেলিভিশনের পর্দায় আজকে যা যা দেখবেন
ক্রিকেট
চট্টগ্রাম টেস্ট (দ্বিতীয় দিন)
বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে
সকাল দশটায় শুরু,
সরাসরি দেখাবে টি স্পোর্টস।
আরও পড়ুন
» যে কীর্তিতে ওয়াসিম আকরামকে পেছনে ফেলেছেন তাইজুল
» মাঠে দর্শক টানতে যে উদ্যোগ নিল বিসিবি
দিল্লি ক্যাপিটালস বনাম কলকাতা নাইট রাইডার্স
রাত ৮টায় শুরু,
সরাসরি দেখাবে টি-স্পোর্টস ও স্টার স্পোর্টস-১।
পিএসএল
মুলতান সুলতানস বনাম কোয়েটা গ্লাডিয়েটরস
খেলা শুরু রাত ৯টায়,
সরাসরি দেখাবে নাগরিক টিভি।
ঢাকা প্রিমিয়ার লিগ
মোহামেডান বনাম আবাহনী,
গাজী গ্রুপ বনাম অগ্রনী ব্যাংক,
গুলশান বনাম লিজেন্ডস অব রূপগঞ্জ।
সবগুলো ম্যাচই শুরু হবে সকাল ৯ টায়
সরাসরি দেখাবে টি-স্পোর্টস ইউটিউব।
ফুটবল
উয়েফা চ্যাম্পিয়ানস লিগ (সেমিফাইলের প্রথম লেগ)
আর্সেনাল বনাম পিএসজি
খেলা শুরু রাত ১টায়,
সরাসরি দেখাবে সনি স্পোর্টস টেন-২।
ফেডারেশন কাপ
আবাহনী বনাম বসুন্ধরা
বিকেল ৩টায় শুরু,
সরাসরি দেখাবে টি-স্পোর্টস।
ক্রিফোস্পোর্টস/২৫এপ্রিল২৫/আইএএইচআর/এনজি
