Connect with us
ফুটবল

আবাহনী-বসুন্ধরার ১৫ মিনিটের ফাইনাল আজ

Abahani-Bashundhara
আজ আবারও দেখা যাবে আবাহনী-বসুন্ধরার এই দ্বৈরথ। ছবি- বিএফএফ

ঘরোয়া ফুটবলে মৌসুমের প্রথম শিরোপা ফেডারেশন কাপ ফাইনালের মীমাংসা হবে আজ। ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে বিকাল সাড়ে তিনটায় মাঠে গড়াবে ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংসের স্থগিত হওয়া ফাইনাল ম্যাচের শেষ ১৫ মিনিটের খেলা।

গত মঙ্গলবার এই মাঠেই ফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিলো ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংস ক্লাব। কিন্তু নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ের প্রথমার্ধের ১৫ মিনিট খেলা চলার পর কালবৈশাখী ঝড়ের তান্ডবে পরে ফাইনাল ম্যাচটি।

পরে আলোর স্বল্পতায় ম্যাচ আর মাঠে গড়ায়নি। দুই ক্লাবের অধিনায়ক, কর্মকর্তা ও ম্যাচ কমিশনারের সাথে আলোচনা করে খেলা স্থগিত করে দেন রেফারি সাইমুন হাসান। ১-১ সমতায় ছিলো ফাইনাল ম্যাচটি।


আরও পড়ুন

»চট্টগ্রাম টেস্ট : চালকের আসনে বাংলাদেশ

»না ফেরার দেশে ইরানের জাতীয় দলের তারকা খেলোয়াড়


অতিরিক্ত সময়ের প্রথমার্ধে বসুন্ধরা কিংসের ফয়সাল আহমেদ ফাহিম লাল কার্ড দেখেন। দশ জনের দলে পরিণত হয় দলটি। ম্যাচের ফল কি হবে তা চলে যায় লিগ কমিটির টেবিলে। স্থগিত হওয়া ফাইনালের বাকি অংশ আয়োজনে দ্রুতই পদক্ষেপ নেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

বুধবার লিগ কমিটির সভায় আজ মঙ্গলবার ম্যাচের অসমাপ্ত খেলাটুকু আয়োজনের সূচি চূড়ান্ত করা হয়। যে অবস্থায় ম্যাচটি স্থগিত হয়েছিলো, সেখান থেকে দুই দলকে একই খেলোয়াড়দের নিয়ে খেলতে হবে। অতিরিক্ত সময়ের বাকি ১৫ মিনিটের খেলায় যদি সমতা থাকে, তাহলে টাইব্রেকারে নিষ্পত্তি হবে শিরোপার।

ক্রিফোস্পোর্টস/২৯এপ্রিল২৫/এজে/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল