
বাংলাদেশের সাবেক ক্রিকেটার হান্নান সরকার গত বছর জাতীয় দলের নির্বাচক হিসেবে বিসিবি। তবে গত ফেব্রুয়ারিতে বিসিবির এই মর্যাদাপূর্ণ চাকরি ছেড়ে কোচিং পেশায় যোগ দেন তিনি। আর কোচিং পেশায় প্রথমবার দায়িত্ব নিয়েই সাফল্যের দেখা পেয়েছেন এই সাবেক ক্রিকেটার।
আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) ঢাকা প্রিমিয়ার লিগের অঘোষিত ফাইনালে মোহামেডানকে ৬ উইকেটে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে আবাহনী। দলটির এই শিরোপা জয়ের পেছনে বড় অবদান রয়েছে প্রধান কোচ হান্নান সরকারের।
মূলত ডিপিএলের এবারের আসরকে সামনে রেখেই নির্বাচকের পদ ছেড়ে কোচিংয়ে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন হান্নান। শুরুতে তার সঙ্গে কয়েকটি ক্লাবের আলোচনা চললেও শেষ পর্যন্ত আবাহনীর প্রধান কোচ হিসেবে যোগ দেন তিনি। এরপর আবাহনীর স্বল্প বাজেট দিয়েই তরুণদের নিয়ে দারুণ এক দল গঠন করেন এই কোচ।
আরও পড়ুন:
» নতুন অধিনায়ক পেল ইংল্যান্ড নারী ক্রিকেট দল
» চট্টগ্রাম টেস্টে এগিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ
কাগজে-কলমে আবাহনী দলে খুব বেশি বড় নাম ছিল না। সিনিয়রদের মধ্যে ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত ও মোহাম্মদ মিঠুন। তবে মাঠের পারফম্যান্সে নিজেদের প্রমাণ করেছে দলটি। শেষ পর্যন্ত মোসাদ্দেকের নেতৃত্বে এই তরুণদের নিয়েই শিরোপা ঘরে তুলেছে আবাহনী।
অবশ্য টুর্নামেন্ট শুরুর আগেই শিরোপা জয়ের লক্ষ্যের কথা জানিয়েছিলেন হান্নান। এমনকি গতকালও তিনি জানিয়ে রেখেছিলেন আজ বিকালের মধ্যে তিনি শিরোপা ছুঁয়ে দেখবেন। তিনি বলেছিলেন, ‘৪টা সাড়ে ৪টার মধ্যে ট্রফি ছুঁয়ে দেখবো।’ আর বাস্তবেও সেটাই করে দেখালেন আবাহনীর প্রধান কোচ।
প্রসঙ্গত, ডিপিএলের শেষ ম্যাচে আজ চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের মুখোমুখি হয়েছিল আবাহনী। মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৪০ রান তোলে মোহামেডান। জবাবে ব্যাট করতে নেমে ৪০.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় আবাহনী। ১৬ ম্যাচ শেষে ১৪ জয়ে মোট ২৮ পয়েন্ট পেয়ে শিরোপা উদযাপনে মেতে উঠে মোসাদ্দেকের দল। এটি ছিল তাদের ২৪তম ডিপিএল শিরোপা।
ক্রিফোস্পোর্টস/২৯এপ্রিল২৫/বিটি
