
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন ১০০ রানের বেশি লিড নিতে পারতো বাংলাদেশ, তিনটা উইকেটও বেশি পড়েছে! কিছুটা আক্ষেপের সুরেই এমনটা জানিয়েছেন বাংলাদেশের প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান সাদমান ইসলাম। কারণ শেষদিকে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে ৬৪ রানের লিড নিয়ে দ্বিতীয় দিন শেষ করতে হয়েছে টাইগারদের। তবে মাঠে থাকা মিরাজ-তাইজুলদের কাছে তৃতীয় দিন লিড আরও বাড়িয়ে নেওয়ার প্রত্যাশা করছেন এই ওপেনার।
আজ (মঙ্গলবার) চট্টগ্রামে দ্বিতীয় দিনের খেলা শেষে ৭ উইকেট হারিয়ে ২৯১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ১২০ রানের ইনিংস খেলেছেন সাদমান। শেষদিকের ব্যাটিং ধ্বসের পর মাঠে অপরাজিত আছেন মেহেদি হাসান মিরাজ (১৬*) ও তাইজুল ইসলাম(৫)।
দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসেন দিনের সেরা পারফর্মার সাদমান ইসলাম। তিনি মনে করেন, আজ বাংলাদেশের তিনটা উইকেট বেশি পড়েছে এবং লিডও ১০০ রানের বেশি হতে পারতো। এই ওপেনার বলনে, ‘আমরা যেভাবে শুরু করেছিলাম, আমরা ভালোর দিকে ছিলাম। কিন্তু আমার কাছে মনে হয় তিনটা উইকেট বেশি পড়েছে। ওই উইকেটগুলো না পড়লে আমরা হয়ত ১০০-এর বেশি লিডে থাকতাম। ইনশা-আল্লাহ দেখা যাক কাল কি হয়।’
আরও পড়ুন:
» হৃদয়ের আবেগঘন স্ট্যাটাস—‘প্রতিটি গল্পের দুটি দিক থাকে’
» বৈভবের বিস্ময়কর ব্যাটিংয়ের রহস্য ফাঁস করলেন কোচ
আগামীকাল তৃতীয় দিনের খেলা শুরু করবেন মিরাজ ও তাইজুল। যেখানে মিরাজ স্বীকৃত ব্যাটার এবং তাইজুলও শেষদিকে ব্যাট হাতে কার্যকরী রান তুলতে সক্ষম। তাই তৃতীয় দিন এই দুজন যেন লিড বাড়িয়ে দলকে একটা ভালো অবস্থানে নিয়ে যেতে পারেন সেটাই প্রত্যাশা সাদমানের।
তিনি বলেন, ‘মিরাজ আর তাইজুল ভাই আছে, আশা করি কাল তারা ভালো একটা জুটি দিতে পারবে, যাতে আমাদের লিড ১০০ প্লাস হয়। তাতে আমাদের জন্য ভালো হবে। তারা দুজনই ভালো ব্যাটিং করতে সক্ষম। আশা করি ওদের থেকে যদি একটা ভালো জুটি হয়, অবশ্যই ওটা আমাদের খুব ভালোর দিকে নিয়ে যাবে। ’
প্রসঙ্গত, চট্টগ্রামে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ২২৭ রান তুলেছে জিম্বাবুয়ে। জবাবে খেলতে নেমে দ্বিতীয় দিনের খেলা সমাপ্তির আগে ৭ উইকেট হারিয়ে ২৯১ রান তুলেছে বাংলাদেশ। ৬৪ রানের লিড নিয়ে কাল তৃতীয় দিনের খেলা শুরু করবে টাইগাররা।
ক্রিফোস্পোর্টস/২৯এপ্রিল২৫/বিটি
