Connect with us
ফুটবল

লিও সর্বকালের সেরা’ — ইয়ামালের মেসি-মুগ্ধতা

Messi-Yamal
মেসি-ইয়ামাল। ছবি- সংগৃহীত

লা মাসিয়া থেকে উঠে আসা লামিন ইয়ামাল নিজেই বার্সেলোনার এক প্রতিভাবান তরুণ তারকা। কিন্তু অনেকের মুখে নিজের তুলনা শুনেও সেটিকে আমলে নিচ্ছেন না তিনি। বরং স্পষ্ট করে জানিয়ে দিলেন— লিওনেল মেসিই সর্বকালের সেরা।

ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের আগে সংবাদ সম্মেলনে ইয়ামাল বলেন, আমি কারো সঙ্গে নিজের তুলনা করি না, মেসির সঙ্গেও না। লিও সর্বকালের সেরা। আমি কেবল উন্নতিই করতে চাই।


আরও পড়ুন

»নাহিদ রানা-নাসিম শাহ’র আড্ডা দেওয়ার ভিডিও ভাইরাল!

»জন্মদিনে সতীর্থদের কাছ থেকে কাঙ্ক্ষিত উপহার পেলেন রাসেল


২০২৩ সালে মাত্র ১৫ বছর বয়সে বার্সেলোনার হয়ে অভিষেক হয় ইয়ামালের। এরপর থেকেই ধারাবাহিক পারফরম্যান্সে নজর কেড়েছেন তিনি। ইউরো জয়ী স্পেন দলের এই সদস্য ইতোমধ্যেই বার্সেলোনার হয়ে ৯৯টি ম্যাচ খেলেছেন।

আগামী বুধবার ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচটি হবে তার শততম ম্যাচ, যা নিজেই বিশেষ বলে স্বীকার করেছেন এই তরুণ তারকা।

ক্রিফোস্পোর্টস/৩০এপ্রিল২৫/এসএ/এনজি

 

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল