সিরিজের নিষ্পত্তি হতে এখনো ৩টি টেস্ট বাকি। কিন্তু এরই মধ্যে অ্যাশেজ জয়ের উত্তেজনা ছড়িয়ে পড়েছে অস্ট্রেলিয়া শিবিরে। সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ৪৩ রানে হারিয়েছে প্যাট কামিন্সের দল। নখ কামড়ানো উত্তেজনা ছড়ানো ম্যাচে দারুণ চেষ্টা করেছিল স্বাগতিকরাও। কিন্তু বৃথা গেছে সব চেষ্টা!
ক্যাপ্টেন বেন স্টোকস ১৫০+ রানের নান্দনিক ইনিংস খেলেও শেষ পর্যন্ত জয় ছিনিয়ে আনতে পারেননি। ইংলিশ শিবিরে সবচেয়ে বেশি আহত হওয়ার ঘটনা ছিল জনি বেয়ারস্টোর আউট হওয়া! ক্যামেরন গ্রিনের এক্সট্রা বাউন্সারটা ছেড়ে দেন জনি। বল যায় উইকেটরক্ষক এলেক্স ক্যারির হাতে। ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে কথা বলতে যান ননস্ট্রাইকে থাকা স্টোকসের সাথে। কিন্তু ততক্ষণে স্ট্যাম্পে হিট করে স্ট্যাম্পিংয়ের আবেদন করে বসেন ক্যারি! তাজ্জব হয়ে যায় গোটা স্টেডিয়াম! ক্রিকেটীয় নিয়মে এটি আউট হলেও ক্রীড়াবিদের আচরণে এটি কেউ কাম্য করে না!
দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৪১৬ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ৩২৫ রানে প্রথম ইনিংস থামে ইংলিশদের। ৯১ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ২৭৯ রান করে অজিরা। সব মিলিয়ে ৩৭১ রানের লক্ষ্যমাত্রা পায় ইংল্যান্ড।
চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে কামিন্স আর স্টার্কের তোপে পড়ে ৫০ রানের আগেই ৪ উইকেট হারিয়ে বসে স্টোকসবাহিনী। তবে বেন ডাকেটকে নিয়ে সেই ভাঙা ইনিংসকে এগিয়ে নেন স্টোকস। ১৩২ রানের ঘুরে দাঁড়ানো জুটিতে জয়ের স্বপ্নও দেখেছিল ইংল্যান্ড। কিন্তু বেয়ারস্টোর আউট আর ফিরতে দেয়নি স্বাগতিকদের।
শেষ ইনিংসে কামিন্স, স্টার্ক ও হ্যাজেলউড ৩টি করে উইকেট নেন। প্রথম ইনিংসে ১১০ ও দ্বিতীয় ইনিংসে ৩৪ রান করা স্টিভেন স্মিথ ম্যাচসেরা হয়েছেন। এর আগে বার্মিংহামে প্রথম টেস্টে ২ উইকেটে জেতে অস্ট্রেলিয়া। আগামী ৬ জুলাই হেডিংলির লিডসের মাঠে শুরু হবে তৃতীয় টেস্ট।
আরও পড়ুন: আগামীকাল বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
ক্রিফোস্পোর্টস/২জুলাই২৩/এজে