বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়িয়েছে।
বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশ দলকে প্রথমে ব্যাটিং করায় আমন্ত্রণ জানিয়েছেন আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি।
দুপুর ২টায় মাঠে নামবে দুদল। খেলাটি টিভিতে সরাসরি দেখাচ্ছে টি-স্পোর্টস।
এদিকে আসন্ন ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে এই সিরিজটি দুদলের জন্যই বড় প্রস্তুতির অংশ। এছাড়া বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেতে এটি ক্রিকেটারদের নিজেদের প্রমাণেরও মঞ্চ।
বাংলাদেশের স্কোয়াড :
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান।
আফগানিস্তান স্কোয়াড :
হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ সালিম সৈয়দ শিরজাদ।
চট্টগ্রামের মাটিতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ৮ জুলাই, তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ জুলাই। দুটি ম্যাচই দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন : আবারও দুঃসংবাদ নেইমারের, বিশাল অঙ্কের জরিমানা
ক্রিফোস্পোর্টস/৫জুলাই২৩/এসএ