চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বারবার বৃষ্টিতে বন্ধ হচ্ছিলো খেলা। সেই সঙ্গে ব্যর্থতার নজির রাখছিলেন বাংলাদেশের ব্যাটাররা। এমন দৃশ্যের মধ্যে আলো ছড়িয়েছেন তাওহিদ হৃদয়। তুলে নিয়েছেন ফিফটি। আর তার ব্যাটে ভর করে প্রথম ওয়ানডেতে মোটামুটি সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ।
দুই দফা বৃষ্টি বাগড়ার কারণে খেলার দৈর্ঘ্য কমে আসে ৪৩ ওভারে। বাংলাদেশ মেরেকেটে ১৬৯ রান তুলতে সক্ষম হয়। বৃষ্টি আইনে আফগানিস্তানের সামনে ১৬৪ রানের লক্ষ্য নির্ধারণ করেছে ম্যাচ অফিসিয়ালরা।
বুধবার (৫ জুলাই) টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে আফগান বোলারদের সামনে নাস্তানাবুদ হয় টাইগাররা ব্যাটাররা। টপঅর্ডাররা দুই অঙ্ক ছুঁতে পারলেও মিডল ও লোয়ার অর্ডারে দেখা যায়নি রান।
সাগরিকায় ম্যাচের শুরু থেকেই আফগান পেসারদের তোপ সামলাতে হিমশিম খেতে থাকেন তামিম ইকবাল ও লিটন কুমার দাস। ফারুকির বলে উইকেট বিলিয়ে দিয়ে মাঠ ছাড়েন তামিম (১৩)। ফারুকীর বলে এটা তার চতুর্থ উইকেট।
তামিম ফেরার পর খোলস ছেড়ে বের হতে শুরু করেন লিটন দাস। কিন্তু মুজিব উর রহমানের ঘূর্ণিতে বিদায় নেন ২৬ রানে। লিটনের বিদায়ের পরপরই মাঠ ছাড়েন শান্ত (১২)।
৭২ রানে তিন উইকেট হারায় বাংলাদেশ। এরপর বৃষ্টি নামলে বন্ধ হয় খেলা। সাকিব আর তাওহিদ হৃদয় ৩৭ রানের জুটি গড়েন।প্রথম দফা বৃষ্টির পর একে একে ফিরে যান সাকিব (১৫), মুশফিক (১), আফিফ (৪) ও মিরাজ (৫)।
তাসকিন আহমেদ একটু চেষ্টা করেও বেশিদূর এগোতে পারেননি। ৭ রানে ফিরে যান তিনি। দলীয় সর্বোচ্চ রানের ইনিংস খেলার পথে ৬৯ বলে ৫১ রান করে থামেন হৃদয়। এটা তার ক্যারিয়ারের তৃতীয় ফিফটি।
শেষদিকে মুস্তাফিজ (৩) আর হাসান মাহমুদ (৮) মিলে বাংলাদেশে রান ১৬৯ এ নিয়ে যান।
আফগানদের হয়ে ফজল হক ফারুকী ৩টি, মুজিব ও রশিদ খান ২টি করে এবং মোহাম্মদ নবী ও ওমরজাই ১টি করে উইকেট নেন।
আরও পড়ুন: বিশ্বকাপের আগে বাংলাদেশের শেষ পরীক্ষা শুরু
ক্রিফোস্পোর্টস/৫জুলাই২৩/এসএ