দেশের ক্রিকেটে এমন ঘটনা আগে ঘটেনি। তাই করছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ম্যাচ শেষে হঠাৎ জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন তিনি। এটি দলের নিয়মিত কোনো ব্রিফিং নয়। আর এতেই বিভিন্ন গুঞ্জন ডাল পালা মেলছে। তবে আপাতত কিছুই বলা যাচ্ছে না।
বৃহস্পতিবার দুপুর দেড়টায় চট্টগ্রামের একটি হোটেলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হবে অধিনায়ক তামিক। তবে হঠাৎ তামিম কেন ডেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হচ্ছেন তা জানা যায়নি।
এদিকে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে বুধবার প্রথম ম্যাচে বৃষ্টি আইনে হেরেছে বাংলাদেশ। এদিন স্বাগতিকদের ব্যাটে-বলে পারফর্মেন্স নিয়ে প্রশ্ন উঠেছে। বিশ্বকাপের প্রস্তুতি মঞ্চে এমন বাংলাদেশ অনেকেই দেখতে চাননি। এমন হারে টাইগার ক্রিকেটাররা কাঠগড়ায় নয় বরং সবাইকে অবাক করে দিয়ে হঠাৎ সংবাদ সম্মেলন ডেকেছেন অধিনায়ক তামিম ইকবাল।
তাই এখন টাইগারদের হার ছাপিয়ে আলোচনার শীর্ষে টাইগার কাপ্তানের সংবাদ সম্মেলন। কিন্তু হুট করে কেন জরুরি সংবাদ সম্মেলন ডাকলেন তামিম? এ নিয়ে প্রশ্ন ও চলছে গুঞ্জন চরমে। এছাড়া গুঞ্জন চলছে ‘বড়’ কোনো সিদ্ধান্তের পথে হাটছেন দেশ সেরা এই ব্যাটার।
অপরদিকে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচটি ‘শতভাগ ফিট নই’ এমন ঘোষণা দিয়ে খেলেছেন অধিনায়ক। এর ফলে তামিমের ওপর ক্ষুব্ধ হয়েছেন টিম ম্যানেজমেন্ট। তারা তামিমকে ‘সাময়িক বিশ্রাম’ নিতেও নাকি পরামর্শ দিয়েছেন।
সবকিছু মিলিয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ওয়ানডে রানের মালিক তামিম নেতৃত্বই ছেড়ে দিতে পারেন এমন গুঞ্জনও চলছে। এছাড়া সিরিজের শেষ দুটি ম্যাচ থেকে বিশ্রামও দিতে পারেন। তবে তামিম সংবাদ মাধ্যমের সামনে এলেই সবকিছু পরিষ্কার হবে, গুঞ্জনের ডানা ছাঁটবে।
আরও পড়ুন: টাইগারদের ব্যর্থতার ভিড়ে উজ্জ্বল হৃদয়, ছোট টার্গেট আফগানদের সামনে
ক্রিফোস্পোর্টস/৬জুলাই২৩/এসএ