চট্টগ্রামের হোটেল টাওয়ার ইনে সংবাদ সম্মেলন ডেকে গতকাল অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল। তবে একদিন পরেই অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন বাংলাদেশ অধিনায়ক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন তার ফেরার খবরে স্বস্তি প্রকাশ করেছেন।
আজ শুক্রবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ শেষে অবসর থেকে সরে আসার সিদ্ধান্ত নেন তামিম। এ সময় গণভবনে তার সাথে উপস্থিত ছিলেন টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফি ও বিসিবি বস পাপন।
প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে গণভবন থেকে বের হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন পাপন। তামিমের অবসর ভেঙে ফেরায় বেশ স্বস্তি প্রকাশ করে তিনি বলেন, অবসরের যে চিঠিটা ও দিয়েছে সেটা সে উইথড্র করেছে। এখন সে অবসরে যাচ্ছে না। যেহেতু সে মানসিক ও শারীরিকভাবে ফিট না, সে কারণে ও দেড় মাস সময় চেয়েছে। দেড় মাস পর সে ফিরে আসবে। এই সিরিজে সে থাকছে না।’
অবসর ভেঙে ফেরার বিষয়ে তামিম বলেন, ‘আমি সবাইকে না বলতে পারি, কিন্তু দেশের সবচেয়ে বড় ব্যক্তিকে না বলা আমার পক্ষে অসম্ভব। তাতে অবশ্যই পাপন ভাই ও মাশরাফী ভাইয়ের বড় ভূমিকা ছিল।
আরও পড়ুন: ‘তুরস্কের মেসি’ আর্দা গুলার এখন রিয়াল মাদ্রিদে
ক্রিফোস্পোর্টস/৭জুলাই২৩/এমএ