দেশের ক্রিকেটাঙ্গনে চলছে তামিমঝড়। অবসর ঘোষণার পর চলছে নানান সংবাদ ও গুঞ্জন। বৃহস্পতিবার (৬ জুলাই) হুট করেই অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। এরপর গুঞ্জন ছড়িয়ে পড়ে প্রধানমন্ত্রী ডেকেছেন তামিমকে। বিষয়টি তখন গুঞ্জন থাকলেও আজ সত্য হয়েছে।
অবসর ইস্যুতে কথা বলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেকেছেন তামিমকে। ঢাকায় এসে গণভবনে গিয়েছেন দেশসেরা এই ওপেনার। সূত্র নিশ্চিত করেছে, শুক্রবার বেলা আড়াইটায় গণভবনে প্রবেশ করেন তামিম। এসময় তামিমের সঙ্গে গণভবনে যান সাবেক অধিনায় মাশরাফি বিন মর্তুজাও।
এর আগে আজ (শুক্রবার) চট্টগ্রাম ছেড়ে ঢাকায় চলে আসেন তামিম। এ সময় তার সঙ্গে ছিলেন বিসিবির নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
জানা গেছে আগামী ১৮ জুলাই পারিবারিক সফরে দুবাই যাবেন তামিম। পরিবারের সঙ্গে সময় কাটিয়ে আবারও দেশে ফিরবেন এই ড্যাশিং ওপেনার।
বুধবার (৫ জুলাই) আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শেষবার মাঠে নামেন তামিম। এর পরদিন হুট করে অবসরের ঘোষণা দেন।
বিসিবির ভাষ্যমতে, আগামী সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া এশিয়া কাপে ও অক্টোবরে শুরু হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের নেতৃত্ব ছিল তামিমের কাঁধেই।
আরও পড়ুন: অবশেষে তামিমের অবসর নিয়ে মুখ খুললেন সাকিবও
ক্রিফোস্পোর্টস/৭জুলাই২৩/এজে