ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজ খেলছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এই সিরিজের প্রথম ম্যাচে বাগড়া দিয়েছে বৃষ্টি। বৃষ্টি বিঘ্নিত প্রথম ম্যাচে হেরে সিরিজ শুরু করেছে জুনিয়র টাইগাররা। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ডিএলএস মেথডে ১০ রানে হেরেছে বাংলাদেশ।
গতকাল খুলনার মাঠে বৃষ্টির কারণে ৫০ ওভারের ম্যাচ নেমে আসে ২৯ ওভারে। আগে ব্যাটিং করে সফরকারী দ,আফ্রিকার যুবদল ৮ উইকেট হারিয়ে ১৪৫ রান তোলে। জবাবে বাংলাদেশের সামনে বৃষ্টি আইনের কারণে লক্ষ্য দাঁড়ায় ১৬৩ রানের। কিন্তু বাংলাদেশ ৩ বল বাকি থাকতে ১৫২ রানে অলআউট হয়ে যায়। এতে করে ১০ রানের জয়ে সিরিজে এগিয়ে গেল সফরকারীরা।
এদিন টস জিতে সফরকারীদের ব্যাটিংয়ে পাঠান টাইগার যুবা অধিনায়ক আহার আমিন। বারবার বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ায় দৈর্ঘ্য কমান ম্যাচ অফিসিয়ালরা। ভালো বোলিং করে টাইগাররা। টপঅর্ডারের ৪জন ছাড়া প্রোটিয়াদের আর কেউই তেমন রান পাননি।
অধিনায়ক ডেভিড টিগার ৩৭, ওপেনার জোনাথন ভ্যান জিল ৩১, আরেক ওপেনার ড্রি প্রিটোরিয়াস ২৫ ও রিচার্ড সেলেতসোয়ান ২০ রান করেন। জুনিয়র টাইগারদের হয়ে রাফিউজ্জামান রাফি ৩টি, বর্ষণ ও ইমন ২টি করে উইকেট নেন।
বৃষ্টি আইনে পাওয়া ১৬৩ রানে লক্ষ্যে খেলতে নেমে দুই ওপেনার রিজওয়ান (৪) ও শিবলী (০) হতাশ করে ফেরেন। দলীয় ৬০ রানেই ৬ উইকেট হারায় স্বাগতিকরা। কুয়েন মাফাখা ও লিয়াম আল্ডের বলের সামনে দাঁড়াতে পারেনি তারা। তবে অলরাউন্ডার নৈপূণ্য দেখিয়েছেন রাফি। বল হাতে ৩ উইকেটের পর ব্যাট হাতে সর্বোচ্চ ৩৭ রান করেছেন।
এছাড়া দলকে এগিয়ে নিতে চেষ্টা করে শিহাব জেমস (২৯) ও আদিল বিন সিদ্দিক (২৪)। এছাড়া আর কেউই উল্লেখযোগ্য রান করতে পারেননি। সফকারীদের হয়ে মাফাখা ৪টি ও এল্ডার ৩টি উইকেট নেন।
এই ম্যাচে দক্ষিণ আফ্রিকা যুবদলের হযে ৯ ক্রিকেটারের অভিষেক হয়েছে। আর বাংলাদেশের সবাই এর আগেই অভিষিক্ত। আগামীকাল ৯ জুলাই একই মাঠে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুদল।
আরও পড়ুন: তামিম ফেরায় পাপনের স্বস্তি প্রকাশ
ক্রিফোস্পোর্টস/৮জুলাই২৩/এজে