ভারত বিশ্বকাপের বাছাইপর্বের সুপার সিক্সেনে দারল্যান্ডসকে হারিয়েছিল শ্রীলঙ্কা। আজ টুর্নামেন্টের ফাইনালে প্রতিশোধ নেওয়ার সুযোগ ছিল ডাচদের কাছে। তবে সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। ১২৮ রানে নেদারল্যান্ডসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপে যাচ্ছে লঙ্কানরা। এই জয়ে মধ্য দিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে অপরাজিত থাকল শ্রীলঙ্কা।
হারারেতে আজ ফাইনালে মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কা। টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে লঙ্কানরা। ৪৭.৫ ওভার খেলে ২৩৩ রান করে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেন সাহান আরাশিগে এবং দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান করেন কুশল মেন্ডিস।
ডাচ বোলারদের মধ্যে ফন বিক, রায়ান ক্লেইন, সাকিব জুলফিকার ও বিক্রমজিত দুটি করে উইকেট নিয়েছেন।
২৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে স্কোর বোর্ডে ২৫ রান যোগ করতেই প্রথম উইকেট হারায় নেদারল্যান্ডস। বিক্রমজিতকে আউট করে প্রথম ব্রেক থ্রু এনে দেন দিলশান মধুশঙ্ক। এরপর ধারাবাহিক ভাবে উইকেট হারাতে থাকে ডাচরা।
সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে মধ্যেই এক প্রান্ত আগলে ছিলেন ম্যাক্স। ৬৩ বলে ৩৩ রান করে মাহিশ থিকসানার বলে বোল্ট হয়ে সাজঘরে ফেরেন তিনি।
লঙ্কানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৩.৩ ওভারে ১০৫ রানে অলআউট হয় নেদারল্যান্ডস। ডাচদের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন ম্যাক্স এবং দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করে অপরাজিত থাকেন ফন বিক।
লঙ্কান বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন থিকসানা। ম্যাচসেরা হয়েছেন মধুশঙ্ক। ৭ ওভার বোলিং করে ১৮ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। এক ওভার মেইডেনও দিয়েছেন লঙ্কান এই বাঁহাতি পেসার।
আরও পড়ুন: ফিফা নারী ফুটবল বিশ্বকাপের দল ঘোষণা করল আর্জেন্টিনা
ক্রিফোস্পোর্টস/৯জুলাই২৩/এমএ