ওয়ানডে ক্রিকেটে বোলিং ব্যাংকিংয়ের সেরা দশে ফিরেছেন সাকিব আল হাসান। আফগানিস্তানের সাথে সিরিজ হারলেও ব্যক্তিগত পারফরম্যান্স ভালো ছিল ক্রিকেটারদের। ফলে ব্যাটিং ব্যাংকিংয়েও উন্নতি হয়েছে লিটন দাসের। একই সাথে বোলারদের তালিকায়ও উন্নতি হয়েছে তাসকিন আহমেদ ও তাইজুল ইসলামের।
বুধবার (১২ জুলাই) সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। সেখানে তিন ধাপ উন্নতি করে বোলিংয়ে ১০ নম্বরে উঠে এসেছেন সাকিব। এই বাঁহাতি স্পিনার আফগান সিরিজে ৩ ম্যাচ খেলে মোট ৪ উইকেট শিকার করেছেন।
ওই সিরিজে দুই ম্যাচে তিন উইকেট শিকার করেছে তাসকিন আহম্মেদ। এতে ৫ ধাপ এগিয়ে ৪৫এ উঠে এসেছেন এই পেসার। ওই সিরিজের শেষ ম্যাচ খেলে দুই উইকেট নিয়েছেন তাইজুল। ফলে ৯ ধাপ এগিয়ে ৫৬ তম স্থানে উঠে এসেছেন তিনি।
র্যাংকিংয়ে আফগান স্পিনার রশিদ খানেরও উন্নতি হয়েছে। সিরিজে ২ ম্যাচে ৪ উইকেট নিয়েছেন এই আফগান লেগ স্পিনার। এতে তিন ধাপ এগিয়ে ৪ এ অবস্থান করছেন তিনি।
আরও পড়ুন: আত্মবিশ্বাস নিয়ে আমরা টি-টোয়েন্টি সিরিজে যাচ্ছি: লিটন
ক্রিফোস্পোর্টস/১২জুলাই২৩/এজে