নেপালের বিপক্ষে দুইটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচের সিরিজ খেলছে বাংলাদেশের মেয়েরা। প্রথম ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে।
রবিবার (১৬ জুলাই) নেপালের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলবেন সাবিনা-কৃষ্ণারা। দ্বিতীয় ম্যাচ খেলার আগে আজ (শনিবার) দুপুরে সাবিনাদের উৎসাহ দিতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে গিয়েছিলেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন।
বাফুফে বস খেলোয়াড়দের উৎসাহ দিয়েছেন, পাশাপাশি দলের প্রত্যেক খেলোয়াড় এবং কোচিং স্টাফের ১০ হাজার টাকা করে বোনাস দিয়েছেন।
নেপালের বিপক্ষে প্রথম ম্যাচে ৯০ মিনিট পর্যন্ত এগিয়েছিল বাংলাদেশ। তবে ইনজুরি সময়ে রক্ষণের দুর্বলতায় গোল হজম করলে জয়বঞ্চিত হয় বাংলাদেশ।
এই সিরিজের মাধ্যমে দীর্ঘ ১০ মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফিরেছে নারী ফুটবল দল। গত বছর ১৯ সেপ্টেম্বর কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল।
আরও পড়ুন: মেসিকে ছাড়িয়ে গেলেন রোনালদো, নাম লেখালেন গিনেসে
ক্রিফোস্পোর্টস/১৬জুলাই২৩/এমএ