আসন্ন নারী ফুটবল বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে ব্রাজিলের মেয়েরা। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টের রয়্যাল পাইনস মাঠে প্রতিপক্ষ চীনকে ৩-০ গোলে হারিয়েছে সেলেসাওরা।
এ ম্যাচে ব্রাজিলের হয়ে তিনটি গোল করেন- লুয়ানা, ক্যাথেলেন ও রাফায়েল।
এদিকে আগামী ২০ জুলাই পর্দা উঠবে নারী ফুটবল বিশ্বকাপের। নবম আসরের আয়োজক দেশ যৌথভাবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। বিশ্বকাপে এফ গ্রুপে ব্রাজিলের প্রতিপক্ষ শক্তিশালী ফ্রান্স, জামাইকা ও পানামা।
ব্রাজিলের গ্রুপ পর্বের তিন ম্যাচ:
২৪ জুলাই ব্রাজিল বনাম পানামা। ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকাল ৫টা।
২৯ জুলাই ব্রাজিল বনাম ফ্রান্স। ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকাল ৪টা।
২ আগস্ট ব্রাজিল বনাম জামাইকা। ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকাল ৪টা।
নারী বিশ্বকাপে ব্রাজিল দল:
গোলরক্ষক—বার্বারা, কামিলা, লেটিসিয়া ইজিডোরো। ডিফেন্ডার—অ্যান্থনিয়া, ব্রুনিনহা, কাথেলেন, লাউরেন, মনিকা, রাফায়েল্লে, তামিরেস। মিডফিল্ডার—আদ্রিয়ানা, আরি, আনা ভিটোরিয়া, দুধা সাম্পাইও, কেরোলিন, লুয়ানা। ফরোয়ার্ড—আন্দ্রেসা আলভেজ, বিয়া জানেরেত্তু, গাবিনহা, গাবি নুনেজ, গেইস, মার্তা, রাইসলা।
আরও পড়ুন: নতুন মৌসুমে পিএসজির জার্সিতেই মাঠে ফিরলেন নেইমার
ক্রিফোস্পোর্টস/১৪জুলাই২৩/এসএ