ফুটবলের ক্ষুদে জাদুকর ও বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল মেসি এখন ফুটবল মাতাবেন মার্কিন মুলুকে। এরই মধ্যে পৌঁছে গেছেন যুক্তরাষ্ট্রে। ডেভিড বেকহ্যামের মালিকানাধীন ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন মেসি। আর আমেরিকায় গিয়ে মুছতে শুরু করেছেন পুরোনো স্মৃতি।
মেসি দীর্ঘদিন ছিলেন বার্সেলোনায়। পরে সেখান থেকে আসেন ফ্রান্সের প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি)। সেখানে পিএসজির সঙ্গে দুই বছরের সম্পর্ক ছিল তার। এই সময়ে জমা হয় অনেক স্মৃতি। তার মধ্যে ব্যর্থতায় ছিল বেশি। তাই ওই সময়টা মনে রাখতে চান না মেসি।
এসব ভাবনা থেকেই হয়তো নতুন ঠিকানায় পাড়ি দিয়েই আগের স্মৃতি মুছতে শুরু করেছেন লিও। মিয়ামির সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি হওয়ার পিএসজিকে ইনস্টাগ্রামে আনফলো করে দিয়েছেন মেসি। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্লারিন’ এক প্রতিবেদনে এ খবর নিশ্চিত করেছে।
ইনস্টাগ্রামে মেসির ফলোয়ার ৪৭ কোটি ৮০ লাখ। আর মেসি নিজে ফলো করতেন ২৮১টি অ্যাকাউন্ট। এখন তা একটি কমে হয়েছে ২৮০। মেসি ‘আনফলো’ করেছেন পিএসজির অফিসিয়াল অ্যাকাউন্ট।
আরও পড়ুন: বিশ্বকাপের আগে শেষ প্রীতি ম্যাচে কাল মাঠে নামবে আর্জেন্টিনা নারী দল
ক্রিফোস্পোর্টস/১৪জুলাই/এজে