বিশ্ব ফুটবলে সবচেয়ে বেশি আয় করেন কে? এমন প্রশ্নে ঘুরে ফিরে আসবে লিওনেল মেসির নাম। তবে বাদ যায় না ক্রিস্টিয়ানো রোনালদোর নামও। এই দুই জনের মধ্যেই হয় আয়ের লড়াই। সে লড়াইয়ে এগিয়ে গিয়েছেন সিআর সেভেন। আর পিছিয়ে রয়েছেন এলএম টেন।
শুধু যে মেসিকে পেছনে ফেলেছেন তা নয়, মেসিকে টপকে আয়ের রেকর্ড গড়েছেন রোনালদো। নাম লিখিয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। রোনালদোর ক্যারিয়ারে এটি ১৭তম গিনেস রেকর্ড।
স্পোর্ট বাইবেলের খবর বলছে, ১ মে পর্যন্ত রোনালদোর এক বছরে আয় ১৩ কোটি ৬০ লাখ ডলার। ২০১৭ সালের পর প্রথমবার ফোর্বসের সবচেয়ে বেশি আয় করা অ্যাথলেটসের তালিকায় ঠাঁই পেলেন রোনালদো।
২০২৩ সালে সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড়দের তালিকায় রোনালদোর সবার ওপরে থাকার তথ্য নিশ্চিত করেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। গত মে মাসে বিশ্বের সবচেয়ে বেশি উপার্জনকারী অ্যাথলেটদের নাম প্রকাশ করে ফোর্বস।
সেখানে দেখা গেছে এক বছরে শুধু মাঠ থেকে রোনালদোর আয় ছিল ৪ কোটি ৬০ লাখ ডলার আর মাঠের বাইরে আয় দেখানো হয় ৯ কোটি ডলার।
২০২২ সালে সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড়দের মাঝে শীর্ষস্থানে থাকা মেসির আয় ছিল ১৩ কোটি ডলার। শীর্ষ উপার্জনকারী ১০ খেলোয়াড়দের মধ্যে রোনালদো ও মেসি ছাড়া ফুটবলার হিসেবে আছেন আরেকজন কিলিয়ান এমবাপ্পে।
আরও পড়ুন: পেরুকে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল আর্জেন্টিনার মেয়েরা
ক্রিফোস্পোর্টস/১৫জুলাই২৩/এজে