দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও নেপাল। প্রচন্ড লড়ায় করে টাইব্রেকারে (৪-২) হারের তেতো স্বাদ পেয়েছেন সাবিনা খাতুনেরা। প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করে মাঠ ছেড়েছিল দুই দল। ফলে আজকের ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে নেপালের মেয়েরা।
আজ রবিবার (১৬ জুলাই) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে নেপালের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। নির্ধারিত সময়ে ম্যাচটি গোল শূন্য ছিল৷ ফলে ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। সেখানে ৪-২ ব্যবধানে বাংলাদেশকে হারায় নেপাল।
সিরিজ নিশ্চিত করতে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। প্রথম আর্ধে উভয় দলই গোলের সুযোগ পেয়েছিল কিন্তু কেউই গোলের দেখা পাইনি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই বাংলাদেশ তিনজন খেলোয়াড় পরিবর্তন করে৷ রিতুপর্ণা চাকমা, সুমাইয়া, রিপাকে নামান কোচ মাহবুবুর রহমান লিটু। অবশ্য খেলোয়াড় পরিবর্তন করেও ম্যাচের ফলাফল বদলাতে পারেনি বাংলাদেশ। এরপর খেলা টাইব্রেকারে গড়ালে ৪-২ ব্যবধানে ম্যাচটি জিতে নেয় সফরকারীরা।
প্রসঙ্গত, গত বছরের সেপ্টেম্বরে নেপালের মাটিতেই তাদের হারিয়ে সাফ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।
আরও পড়ুন: উইম্বলডনে নারী এককে শেষ হাসি ভন্দ্রোসোভার
ক্রিফোস্পোর্টস/১৬জুলাই/এমএ