বাংলাদেশ পুরুষ ফুটবল দল ১৯৭৮ সাল থেকে চীনের হাংজু এশিয়ান গেমসে অংশগ্রহণ করছে। তবে এবারই প্রথম উক্ত গেমসে নারী ফুটবল দলও অংশগ্রহণ করতে যাচ্ছে। এই টুর্নামেন্টকে সামনে রেখে ২২ সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে।
গত ১৩ জুলাই বাফুফে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনকে ২২ জনের চূড়ান্ত তালিকা দিয়েছে। এরপর ১৫ জুলাইয়ের মধ্যে সেই তালিকা গেমস কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন।
এবারের আসরে মোট ১৮টি ডিসিপ্লিনে অংশ নেবে বাংলাদেশ। সকল ডিসিপ্লিনের ফেডারেশনগুলো খেলোয়াড় তালিকা চূড়ান্ত করলেও একমাত্র ফুটবল ফেডারেশনই তাদের তালিকা প্রকাশ করেছে। গতকাল জামালদের পর আজ সাবিনাদের দলের বিজ্ঞপ্তি দিয়েছে বাফুফে।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে ২২ সদস্যের চূড়ান্ত দলে তেমন কোনো পরিবর্তন নেই। নেপাল প্রীতি সিরিজে অভিষেক হওয়া বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি ফুটবলার সুমাইয়া এশিয়ান গেমসের দলে রয়েছেন।
গোলরক্ষক: রূপনা চাকমা, সাথি বিশ্বাস, স্বর্ণা রাণী মন্ডল
ডিফেন্ডার: নিলুফা ইয়াসমিন নীলা, শিউলী আজিম, আনাই মগিনী, শামসুন্নাহার (সিনিয়র), মাসুরা পারভীন, আফিদা খন্দকার, মোসা. সুরমা জান্নাত।
মিডফিল্ডার: ঋতুপর্না চাকমা, শামসুন্নাহার (জুনিয়র), স্বপ্না রানী, মনিকা চাকমা, মারিয়া মান্ডা।
ফরোয়ার্ড: মার্জিয়া, সানজিদা আক্তার, শ্রীমতি কৃষ্ণা রানী সরকার, তহুরা খাতুন, সাবিনা খাতুন, শাহিদা আক্তার রিপা, সুমাইয়া মাতসুসীমা।
আরও পড়ুন: মিয়ামিকে মেসির ধন্যবাদ, মঞ্চে দাঁড়িয়েই জানালেন পরিকল্পনা