নান্দনিক আয়োজনে বরণের পর অপেক্ষার প্রহরে ইতি টেনে ইন্টার মিয়ামিতে অভিষেক হয়ে গেল বিশ্ব সেরা ফুটবলার লিওনেল মেসির। আজ থেকে যুক্তরাষ্ট্রে মিয়ামি অধ্যায়ের শুরু করলেন মেসি।
শনিবার পিএনকে স্টেডিয়ামে আজুলের বিপক্ষে ম্যাচ দিয়ে মিয়ামির ১০ নম্বর জার্সিতে অভিষেক হয় আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী এ অধিনায়কের। মার্কিন মুলুকে অভিষেক ম্যাচটি রাঙিয়েছেন লিও। মাঠে নেমেই গোল করে মিয়ামিকে জয় উপহার দিয়েছেন মেসি। এতে ৬ ম্যাচ পর জয়ে ফিরেছে ইন্টার, কেটেছে পয়েন্ট হারানোর শঙ্কা।
এদিন ড্র করে শেষ হতে যাওয়া ম্যাচটিতে ইন্টারকে জয় এনে দিয়েছেন মেসি। অতিরিক্ত সময়ের যোগ করা মিনিটে মেসির দুর্দান্ত ফ্রি কিকে জয়সূচক গোলটি আসে। ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে মিয়ামি। এ যেন, মেসি এলেন, জয় করলেন। যেন এমনটাই হওয়ার কথা ছিল; তাই হলো।
যদিও অভিষেক ম্যাচে সবাইকে চমকে দিয়ে শুরুতে মাঠে নামানো হয়নি মেসিকে। ম্যাচের ৫৪ মিনিটে মাঠে নামেন নান্দনিক ফুটবলের এ জাদুকর। তখন অবশ্য ১-০ গোলের লিডে ছিল তার দল। এর কিছুক্ষণ পরই ম্যাচে ১-১ সমতায় ফেরে আজুল।
এরপর ম্যাচের ৯৪ মিনিটে সবাই যখন ড্র ধরে নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন তখনই এলো মেসি ম্যাজিক। সব জাদু যেন তিনি জমিয়ে রেখেছিলেন শেষ মুহূর্তের রোমাঞ্চের জন্য। তাই হলো; ট্রেডমার্ক ফ্রি-কিকে গোল করে দলকে জিতিয়েই মাঠ ছাড়লেন লিও; বুঝিয়ে দিলেন কেন তিনিই সেরাদের সেরা।
El primer gol de Messi con Inter Miami 🤯🤯👏👏
— Inter Miami CF (@InterMiamiCF) July 22, 2023
Messi scores in his first match with the club to give us the lead in the 94th minute. pic.twitter.com/pI7bYjEK63
অপরদিকে মেসির অভিষেক ম্যাচের উত্তাপ ছড়িয়েছে গ্যালারিতেও। মিয়ামির কর্ণধার ডেভিড বেকহ্যামসহ গ্যালারিতে ছিলেন মেসির সাবেক সতীর্থ সার্জিও আগুয়েরো, বাস্কেটবল মহাতারকা লেবরন জেমস, টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামসসহ অনেকে।
আরও পড়ুন: ফিফা র্যাঙ্কিংয়ে সুখবর পেল বাংলাদেশ
ক্রিফোস্পোর্টস/২২জুলাই২৩/এসএ