Connect with us
অন্যান্য

কলম্বিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন ব্রাজিল, তৃতীয় আর্জেন্টিনা

brazil gold medal win
ব্রাজিল ভক্তদের উল্লাসের ফাইল চিত্র। ইনসেটে ব্রাজিলের পদক জয়ের চিত্র (ছবি- গুগল)

লাতিন আমেরিকার গেমস ইভেন্ট আর সেখানে ব্রাজিল-আর্জেন্টিনার দ্বৈরথ থাকবে না তা তো হয় না। দক্ষিণ আমেরিকা মহাদেশের কলম্বিয়ায় চলছে প্লেয়া সান্তা মার্টা ২০২৩-এর ভি সাউথ আমেরিকান গেমস। ওই গেমসের বিচ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা তৃতীয় হয়েছে।

মাল্টি ইভেন্টের প্লেয়া সান্তা মার্টা ২০২৩-এর ভি সাউথ আমেরিকান গেমসে অংশ নিয়েছে লাতিন আমেরিকার বিভিন্ন দেশের ক্রীড়াবিদরা। বিচ সকার ফুটবল ইভেন্টের ফাইনালে শুক্রবার (২১ জুলাই) কলম্বিয়াকে ৬-২ গোলে হারিয়ে স্বর্ণপদক জিতেছে ব্রাজিল।

স্বাগতিক কলম্বিয়া রৌপ্যপদক জিতেছে। আর তৃতীয় স্থানে থেকে ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা জিতেছে ব্রোঞ্জ। প্যারাগুয়েকে ৬-৫ গোলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে হারিয়েছে আর্জেন্টিনা।

এউ টুর্নামেন্টে ব্রাজিল-আর্জেন্টিনা ‘বি’ গ্রুপে ছিল। আর্জেন্টিনাকে হারিয়ে আসর শুরু করেছিল সেলেসাওরা। দ্বিতীয় ম্যাচে ব্রাজিল ৭-৫ গোলে উরুগুয়েকে পরাজিত করে। তৃতীয় ম্যাচে ভেনেজুয়েলাকে ৭-৫ গোলে হারায় ব্রাজিল।

প্রথম দ্বিতীয় ও তৃতীয় ছাড়া বিচ ফুটবলে চতুর্থ উরুগুয়ে, পঞ্চম পানামা, ষষ্ঠ ভেনেজুয়েলা ও ইকুয়েডর সপ্তম স্থানে থেকে আসর শেষ করে।

আরও পড়ুন: অভিষেক ম্যাচে গোল করে মিয়ামিকে জয় উপহার দিলেন মেসি

ক্রিফোস্পোর্টস/২২/জুলাই/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য