নারী বিশ্বকাপে শুরুটা ভালো হলো না মেসির দেশের মেয়েদের। টুর্নামেন্টে গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচেই হেরে মাঠ ছেড়েছে লা আলবিসেলাস্তারা। জি গ্রুপের খেলায় ইতালির বিরুদ্ধে ১-০ গোলে হেরেছে আর্জেন্টিনা নারী দল। একই গ্রুপের অপর ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-১ গোলে হারিয়েছে সুইডেন।
এবারের আসর বসেছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মাটিতে। নিউজিল্যান্ডের অকল্যান্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে আর্জেন্টিনা-ইতালি ম্যাচটি। ম্যাচের ৮৭ মিনিট পর্যন্ত নিজেদের জাল অক্ষত রেখেছিল দু’দলই। তবে ৮৭ মিনিটে গোল করেন নাম্বার টেন জার্সিধারী ক্রিস্তিয়ানা গিলেরি। যিনি গোলের মাত্র ৪ মিনিট আগে অর্থাৎ ম্যাচের ৮৩ মিনিটে বদলী হিসেবে নামেন।
মিডফিল্ডার গুলিয়া দ্রাগোনি উঠে যাওয়ার পর মাঠে নামেন ৩৩ বছর বয়সী গিলেরি। তার হেডে দেওয়া একমাত্র জয়সূচক গোলে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ইতালি। অন্যদিকে হার দিয়ে যাত্রা শুরুর পর মাথা নিচু করে সাজঘরে যায় মেসির দেশের নারী দল।
‘জি’ গ্রুপের পয়েন্ট তালিকায় তিনে আর্জেন্টিনা। শীর্ষে সুইডেন, দুইয়ে ইতালি আর চারে দক্ষিণ আফ্রিকা। সুইডেন ও ইতালির বিরুদ্ধে বেশ কঠিন সমীকরণ পার হয়ে শেষ ষোলোতে যেতে হবে দালিলা লিপ্পোলিতোদের। আর্জেন্টিনার আগামী ম্যাচ ২৮ জুলাই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। আর গ্রুপের শেষ ম্যাচ সুইডেনের বিরুদ্ধে আগামী ২ আগস্ট।
আরও পড়ুন: কানাডায় সাকিবকে কাছে পেয়ে সুযোগ ছাড়লেন না ভক্তরা
ক্রিফোস্পোর্টস/২৪জুলাই২৩/এজে