Connect with us
ফুটবল

এবার উয়েফা কনফারেন্স লিগে নিষিদ্ধ হলো জুভেন্টাস

JUVENTUS
মাঠে হারের পর জুভেন্টাসের ফুটবলারদের প্রতিক্রিয়া এমনই হয়। রয়েছে জুভেন্টাসের লোগোও (ছবি-গুগল)

দুঃসময় শেষই হচ্ছে না জুভেন্টাসের। মাঠ থেকে আসছে না ভালো সংবাদ। এদিকে মরার ওপর খাড়ার ঘার মতো পড়লো নিষেধাজ্ঞার কোপ। আর্থিক অনিয়মের অভিযোগে উয়েফা কনফারেন্স লিগ থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছে ইতালিয়ান জায়ান্ট ক্লাব জুভেন্টাস।

একই সঙ্গে জরিমানা হয়েছে ইংলিশ ক্লাব আর্সেনালের। জুভেন্টাসের পাশাশাপি শাস্তি পেয়েছে ইংলিশ ক্লাব আর্সেনালও। তবে তাদের শুধু আর্থিক জরিমানা করেছে উয়েফা।

ইউরোপীয় গণমাধ্যমের খবর, দলবদলের চুক্তি ও অর্থিক অনিয়মে গত বছরের লিগ থেকে তাদের ১০ পয়েন্ট কেটে নেয়া হয় জুভেন্টাসের। যার ফলে শীর্ষ ছয় দলে থাকতে না পেরে তারা চ্যাম্পিয়ন্স লিগ এমনকি ইউরোপা লিগ থেকেও ছিটকে পড়ে। ঠাঁই হয় ইউরোপা কনফারেন্স লিগে। এবার এই টুর্নামেন্টেও খেলা হচ্ছে না তাদের।

মূলত ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে নীতি ভাঙার দায়ে জুভেন্টাসকে ইউরোপীয় প্রতিযোগিতায় এক বছরের জন্য নিষিদ্ধ করেছে উয়েফা। আগামী মৌসুমে ইউরোপিয়ান প্রতিযোগিতায় দর্শক হয়ে থাকতে হবে তুরিনের ওল্ড লেডিদের।

আরও পড়ুন: ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু কবে, যা জানা গেল

ক্রিফোস্পোর্টস/২৯জুলাই২৩/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল