এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিককে গোলে ভাসিয়ে দিয়েছে বার্সেলোনা। প্রীতি ম্যাচে ৩-০ গোলে বড় জয় পায় বার্সা।
শনিবার যুক্তরাষ্ট্রের আরলিংটনের এটি অ্যান্ড টি স্টেডিয়ামে মাঠে নামে দুই স্প্যানিশ জায়ান্ট।
ম্যাচে প্রথম সাফল্যের দেখা পায় লা লিগা চ্যাম্পিয়নরা। ১৫ মিনিটেই উসমান দেম্বেলের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। পরে সমতায় ফিরতে মরিয়া লস ব্লাঙ্কোসরা ম্যাচের ২০ মিনিটে সুযোগও পেয়েছিল। পেনাল্টি পেয়েও গোল আদায় করতে পারেনি রিয়াল মাদ্রিদ। স্পটকিক থেকে বল জালে জড়াতে ব্যর্থ হন ভিনিসিয়াস জুনিয়র।
১-০ গোলে প্রথমার্ধ শেষ হলে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আরও আক্রমণাত্মক হয়ে উঠে আনচেলত্তির দল। তবে রিয়ালের সব চেষ্টা ব্যর্থ করে কাউন্টার অ্যাটাকে ম্যাচের ৮৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফারমিন লোপেজ। ডি বক্সের বাইরে থেকে নেওয়া লম্বা শটে ভেঙে দেন রিয়ালের রক্ষণদূর্গ।
বার্সেলোনা ২-০ ব্যবধানে এগিয়ে গেলে আর ম্যাচে ফিরতে পারেনি রিয়াল। মূলত পুরো ম্যাচে রিয়ালের জন্য ক্রসবার ছিল অভিশাপ। চুয়ামেনি ও ভিনির নেওয়া দুটি শট ক্রসবারে লেগে ফিরে আসে।
শেষ পর্যন্ত কার্লো আনচেলত্তির দলকে হতাশায় ডুবিয়ে অতিরিক্ত সময়ে রিয়ালের কফিনে শেষ পেরেক ঠোকে দেন বার্সার ফেরান তোরেস। আর তেতেই ৩-০ গোলে মাদ্রিদকে উড়িয়ে দেয় কাতালানরা।
আরও পড়ুন: ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের প্রথম ২ ম্যাচ চূড়ান্ত
ক্রিফোস্পোর্টস/৩০জুলাই২৩/এসএ