বিশ্বকাপের হাওয়া বইছে ক্রিকেট দুনিয়ায়। খেলোয়াড়দের প্রস্তুতির পাশাপাশি চলছে নানান বিষয়ে আলোচনা, সমালোচনা, মতামত ও চুলচেরা বিশ্লেষণ। এরই মধ্যে অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রা ও ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ইয়ন মরগান তাদের চোখে চ্যাম্পিয়ন দলগুলো নিয়ে দিয়েছেন ভবিষ্যদ্বাণী।
ফাস্ট বোলারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ উইকেটের অধিকারী এবং ১৯৯০ থেকে ২০০৮ বিশ্ব ক্রিকেটে অস্ট্রেলিয়ার নেতৃত্ব দেয়া গ্লেন ম্যাকগ্রার বাজি ভারত এবং ইংল্যান্ডের উপর। অস্ট্রেলিয়া এবং পাকিস্তানকে তিনি রেখেছেন যথাক্রমে ৩,৪-এ।
বিশ্বকাপে চারটি সেরা দলের প্রসঙ্গে বলতে গিয়ে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী অস্ট্রেলিয়ান এই তারকা বোলার টাইমস অফ ইন্ডিয়াকে বলেন, ‘টুর্নামেন্টের সেরা চারটি দলে আমি চার নম্বরে অস্ট্রেলিয়াকে রাখছি। এতে অবাক হওয়ার বিশেষ কিছু নেই। ভারত নিজেদের ঘরের মাঠে খেলছে তাই স্বাভাবিকভাবেই তারা এগিয়ে থাকবে। ইংল্যান্ড ভালো খেলছে সঙ্গে পাকিস্তানও রয়েছে। তাই এই চারটি দল সেরা।’
উল্লেখ্য, দুইবারের বিশ্বকাপজয়ী ভারত ২০১৩ সালের পর থেকে জিততে পারেনি কোন আইসিসি ট্রফি। এবার নিজেদের মাঠে খেলা হওয়ায় চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হাতছাড়া করতে চায় না টিম ইন্ডিয়া।
এদিকে, ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো সাবেক অধিনায়ক ইয়ন মরগ্যানও একই ধরনের ভবিষ্যদ্বাণী করেছেন। তার চোখে টুর্নামেন্টের সবথেকে শক্তিশালী দল ভারত ও ইংল্যান্ড। কাছাকাছি রেখেছেন অস্ট্রেলিয়া ও পাকিস্তানকে।
তিনি বলেন, ‘বিশ্বকাপ টুর্নামেন্ট যখন প্রায় শেষের দিকে চলে আসবে তখন ইংল্যান্ড ও ভারত সেখানে থাকবে এই বিষয়ে আমার কোনও সন্দেহ নেই। এবং অন্যান্য যে দলগুলি ট্রফি তুলতে পারে সেদিকে এগিয়ে থাকবে অস্ট্রেলিয়া এবং পাকিস্তান। এই দুই দল খুব শক্তিশালী।’
উল্লেখ্য, গত বিশ্বকাপে ফাইনালে অংশগ্রহণ করা দুই দল ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের ম্যাচ দিয়েই শুরু হবে ২০২৩ বিশ্বকাপ। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ৫ অক্টোবর গুজরাটের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে।
আরও পড়ুন: শরীফুল-হৃদয়দের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ক্রিফোস্পোর্টস/৫আগস্ট২৩/এমএইচ/এজে