ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার দুই সপ্তাহ পেরিয়ে গেলেও মেসিকে নিয়ে আগ্রহের কোন কমতি নেই আমেরিকানদের। উল্টো আগ্রহ আরোও বেড়েছে তাদের। মেসিকে দেখতে, তার খেলায় মুগ্ধ হতে ভক্তদের আগ্রহের যেন শেষই হচ্ছেই না! এমনকি মেসি আছে এমন ম্যাচের টিকিট বিক্রি হয়ে যাচ্ছে হাওয়ার গতিতে।
ইন্টার মায়ামির ম্যাচ মানেই যেন এখন টিকিটের হাহাকার। রোববার (৬ আগস্ট) লিগস কাপের শেষ ষোলোয় এফসি ডালাসের মুখোমুখি হবে মেসির দল ইন্টার মায়ামি। দলের হয়ে ইতোমধ্যে ৩ ম্যাচে ৫ গোল দিয়ে ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন এই বিশ্বকাপজয়ী মহাতারকা।
এফসি ডালাসের বিপক্ষে মায়ামির জার্সিতে এটিই হতে যাচ্ছে মেসির প্রথম অ্যাওয়ে ম্যাচ। আর সে ম্যাচের একটি টিকিটের জন্য হাহাকার লেগে গিয়েছে ডালাসবাসীর মধ্যে। কারণ, ডালাসবাসীর জন্য মেসিকে দেখার এ বছরের শেষ সুযোগ এটাই।
গত বৃহস্পতিবার মায়ামি-ডালাস ম্যাচের টিকিট ছাড়ার মাত্র ১৮ মিনিটের মধ্যেই সব টিকিট শেষ হয়ে গিয়েছে। ডালাসের টয়োটা স্টেডিয়ামে এই ম্যাচের সর্বনিম্ন টিকিটের দাম ধরা হয়েছিলো ২৯৯ ডলার। তবে, অনলাইনে পুনরায় বিক্রি করা যায় এমন টিকেটের মূল্য ৯হাজার ডলার ছাড়িয়েছে।
এফসি ডালাসের এক কর্মকর্তা জানান, তাদের ফ্রাঞ্চাইজির ইতিহাসে এত কম সময়ে টিকিট বিক্রির ঘটনা আগে কখনো ঘটেনি।
আরও পড়ুন: ম্যাকগ্রা-মরগানের চোখে বিশ্বকাপ শিরোপা উঠতে পারে যাদের হাতে
ক্রিফোস্পোর্টস/৫আগস্ট২৩/এমএইচ/এজে