এশিয়ার একমাত্র দল হিসেবে নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে জাপান। শনিবার নিউজিল্যান্ডের মাটিতে জাপানের কাছে ৩-১ গোলে আত্মসমর্পণ করে নরওয়ে।
২০১১ সালের বিশ্বকাপ জয়ী জাপান ম্যাচের শুরু থেকেই বল তাদের নাগালে রাখছিলো। উচ্চতায় কম হলেও জাপানিদের কাছে গতি, স্কিল থেকে কোন লড়াইয়েি পেরে ওঠেনি নরওয়ে।
ছেলেদের কাতার বিশ্বকাপে স্পেন এবং জার্মানিকে হারিয়ে চমক দেখিয়েছিলো জাপান। এবার মেয়েদের বিশ্বকাপে স্পেনকে চার গোল দিয়ে অঘটনের জন্ম দেয়ার পর গতকাল নরওয়েকে নকআউট করে পৌঁছে গিয়েছে বিশ্বকাপের শেষ আটে।
ম্যাচের ১৫ মিনিটের মাথায় আত্মঘাতী গোলে জাপানকে এগিয়ে দেন ইঞ্জেন। তবে এর পাঁচ মিনিট পরেই সমতা ফিরিয়ে আনে নরওয়ে। হেডে গোল করে রেইতেন।
কিন্তু সময়ের সাথে সাথে মাথ দখলে নিয়ে নেয় জাপান। এবার টুর্নামেন্ট জয়ের অন্যতম দাবিদার জাপান খেলার ছন্দে মুগ্ধ করে সবাইকে । ৫০ মিনিটে শিমিজু এবং ৮০ মিনিটের মিয়াযাওয়া্র গোল জাপানের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে।
এরপর অবশ্য জাপানি গোলরক্ষক অসাধারন একটা সেভ করেন। কিন্তু ম্যাচে যোগ্য দল হিসেবেই জিতেছে জাপানই জয় নিয়ে মাঠ ছাড়ে।
জাপানের কোচ ম্যাচ শেষে বলেন, ‘আমরা নিজেদের স্বাভাবিক খেলা তুলে ধরতে চেয়েছিলাম । সেই অনুযায়ী আমার মেয়েরা চেষ্টা করেছে। তবে শেষ আটে হয় আমেরিকা না হয় সুইডেনের বিপক্ষে খেলতে হবে। আমরা এশিয়াকে গর্বিত করতে চাই।
আরও পড়ুন: হাওয়ার মতো বিক্রি হয়ে গেল মেসিদের ম্যাচের টিকিট
ক্রিফোস্পোর্টস/৬আগস্ট২৩/এমএইচ