Connect with us
ফুটবল

রোনালদো নাকি মেসি, কে সেরা বিশ্ব ফুটবলে

Cristiano Ronaldo and Lionel Messi
ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। ছবি- গুগল

বর্তমান সময়ে বিশ্ব ফুটবলে সেরাদের সেরা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। তাদের দুজনের নামের পাশেই বসে G.O.A.T (Greatest of all time) উপাধি। তবু সময়ের আবর্তে ঘুরে ফিরে আলোচনায় আসে রোনালদো নাকি মেসি, কে সেরা?

এ নিয়ে মাঠে দুই তারকা ফুটবলারের যতটানা দ্বৈরথ, তার চেয়ে বেশি বাক যুদ্ধ সমর্থকদের মধ্যে। তবে সব তর্কের উর্ধ্বে দুজনেই গ্রেটেস্ট অব অল টাইম।

সম্প্রতি গোল ডটকমের পর্যালোচনায় আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী ফুটবলার লিওনেল মেসি ও পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর বেশ কিছু নতুন সমীকরণ উঠে এসেছে।

স্বপ্ন পূরণ, সোনালী ট্রফি হাতে ফুটবল জাদুকর। ছবি- গুগল

এক.

মেসি-রোনালদো দুজনেই ক্লাব ক্যারিয়ারে এখন পর্যন্ত ৬৯০টির বেশি গোল করেছেন। চ্যাম্পিয়নস লিগের হিসেব করলে মেসির চেয়ে এগিয়ে থাকবেন রোনালদো। সিআরসেভেনের ১৪০ গোলের উল্টো দিকে মেসির গোল ১২৯টি।

দুই.

তবে বিশ্বকাপের হিসাবে আবার এগিয়ে লিওনেল মেসি। মেসির ১৩টি গোলের বিপক্ষে রোনালদোর গোল মাত্র ৮টি। এছাড়াও মেসির নামের সঙ্গে বর্তমানে রয়েছে বিশ্বকাপজয়ীর তকমা।

তিন.

মেসি বার্সেলোনার হয়ে ১০ বার লা লিগা জিতেছেন এবং পিএসজির হয়ে একবার লিগ ওয়ান জিতেছেন। অপরদিকে চ্যাম্পিয়ন্স লিগে মিস্টার চ্যাম্পিয়ন্স লিগ উপাধি রয়েছে রোনালদোর দখলে। রোনালদোর সাতটি লিগ শিরোপা রয়েছ।

চার.

রোনালদো ও মেসির মধ্যে ব্যক্তিগত লড়াইয়ে শুরুতেই আসবে ব্যালন ডি অর। যেখানে ৭-৫ এ এগিয়ে আছেন রোনালদো। তবে সর্বশেষ ফিফা দ্য বেস্ট জিতেছেন মেসি।

পাঁচ.

মেসি ইউরোপীয় গোল্ডেন-শু জিতেছেন রেকর্ড ছয়বার, যা রোনালদোর চেয়ে দুবার বেশি। এছাড়া বর্তমানে ক্লাব ফুটবলে সমচেয়ে দামি ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। তবে ফুটবল সব কিছুই দিয়েছে আর্জেন্টাইন ফুটবল জাদুকরকে তবে সোনালী ট্রফিটা ছুয়ে দেওয়ার আক্ষেপ রয়ে গেল ক্রিস্টিয়ানো রোনালদোর।

আরও পড়ুন: একনজরে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সব ভেন্যু

ক্রিফোস্পোর্টস/৮আগস্ট২৩/এমএইচ/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল